রাঙামাটি জেলা আর করোনামুক্ত রইলা না : শনাক্ত-৪

0
165
728×90 Banner

নির্মল বড়ুয়া মিলন,রাঙামাটি : রাঙামাটি জেলা আর করোনামুক্ত রইলা না। শহরে ৪ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
আজ ৬ মে বুধবার এ ৪ জনের পজেটিভ রিপোর্ট পাওয়া যায়। ১ জন দেবাশীষ নগর, ১জন হাসপাতাল এলাকা, ১জন হাসপাতাল এলাকা সংলগ্ন মোল্লার টিলা ও ১জন রিজার্ভ বাজার এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের রাঙামাটি সদর হাসপাতালের কন্ট্রোলরুমের করোনা ফোকাস পারসন রাঙামাটি জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মোস্তফা কামাল। তিনি আরো জানান আক্রান্তরা সকলে যারযার ঘরে রয়েছেন, তাদেরকে ঘরে থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তারা এখনো সুষ্ঠ আছে।
গত ২৯ এপ্রিল বুধবার উক্ত ৪ জনের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইন্সষ্টিটিউট অব ট্রপিক্যাল ইনফেকসাস ডিজিজেস (বিআইটিআইডি) চট্টগ্রামের ফৌজদারহাটে করোনা শনাক্তের জন্য পাঠানো হয়। আজ বুধবার ঐ ৪ জনের করোনা পজেটিভ রিপোর্ট শনাক্ত হয় বলে রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর সিএইচটি মিডিয়াকে এ তথ্য জানিয়েছেন। আক্রান্তদের ১ জনের বয়স ১৯, আরেকজনের ৩৮, অন্যজনের ৫০ এবং ৯ মাসের শিশু। তন্মধ্যে ৩ জন পুরুষ একজন মহিলা বলে জানান রাঙামাটি জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসা।
উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। গত ২ মাসে দেশের ৬৪টি জেলায় করোনারোগী শনাক্ত হলেও ৬০ দিনের মাথায় সর্বশেষ জেলা রাঙামাটিতে আজ ৪ জন করোনা পজেটিভ শনাক্ত হলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here