Daily Gazipur Online

রাজউক কমার্শিয়াল কমপ্লেক্সকে ব্যবসা সফল মার্কেটে পরিণত করেছি –বি এম সুমন

মোঃ রফিকুল ইসলাম মিঠু: রাজউক কমার্শিয়াল কমপ্লেক্স মার্কেটের নবনির্বাচিত সাধারণ সম্পাদক বিএম সুমন বলেন নির্বাচনের দুই মাসের মাথায় মার্কেটের ব্যাপক উন্নয়ন সাধন করেছি যা দৃশ্যমান। মার্কেটের পূর্ব পাশ দিয়ে সিঁড়ি নির্মাণ করেছি, সিঁড়ির নিচে একখানা দোকান তৈরী করে আয় বাড়ানোর ব্যবস্থা করেছি। পুরাতন টয়লেটগুলো সংস্কাকারের ব্যবস্থা করেছি। মার্কেটের উত্তর পাশ দিয়ে একখানা কেচি গেইট নির্মাণের পরিকল্পনা রয়েছে। রাজউক কমার্শিয়াল কমপ্লেক্স এর সামনে যে সকল হকার ভ্যানে কাপড় বিক্রি করতো তাদেরকে উচ্ছেদের ব্যবস্থা করেছি। মার্কেটের চারপাশে আলোর ব্যবস্থা করেছি। ইতিপূর্বে কোন কমিটি উল্লেখযোগ্য এসব কাজগুলো করতে পারেননি। আগের তুলনায় বর্তমানে এই মার্কেটে ক্রেতাসমাগম বৃদ্ধি পেয়েছে বলে মার্কেট ব্যবসায়ীরা অনেকটাই উৎফুল্ল। পূর্বের কমিটির রেখে যাওয়া বকেয়া বিদ্যুৎ বিল, পানির বিল, এবং আনসারদের বেতন পরিশোধ করতে সক্ষম হয়েছি।বর্তমানে দৈনিক দুই থেকে তিন হাজারের অধিক ক্রেতা সমাগম ঘটে বলে তিনি জানান। ক্রয়-বিক্রয় ভালো হওয়াতে দোকানদারদের মনেও বিরাজ করছে আনন্দ। রাজনৈতিকভাবে কোন চাপ সৃষ্টি হয় কিনা মার্কেট পরিচালনার ক্ষেত্রে জানতে চাইলে তিনি বলেন এই রকম কোনো চাপের সম্মুক্ষীন আজ পর্যন্ত হয়নি আর ভবিষ্যতেও হবো বলে আশা করি না। কেননা আমার অভিভাবক ঢাকা ১৮ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব হাবিব হাসান সাহেবের দিকনির্দেশনা নিয়ে আমি মার্কেটটি পরিচালনা করিতেছি। রাজনৈতিকভাবে কোন দলকে আপনি সমর্থন করেন কিনা জানতে চাইলে বি এম সুমন বলেন আমি উত্তরা পশ্চিম থানা কৃষকলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি দীর্ঘদিন। বর্তমানে মূল দলে আসার একান্ত ইচ্ছা আছে তবে জানিনা সফল হতে পারব কিনা। যদি মূল দলে আসতে পারি তাহলে হয়তোবা উত্তরার আওয়ামী রাজনীতির জন্য কিছু করার চেষ্টা করব।