রাজউক কলেজের সামনে ৬ষ্ঠ শ্রেণী ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রীদের অভিভাবকদের মানববন্ধন

0
93
728×90 Banner

মোঃরফিকুল ইসলাম মিঠু: রাজধানী ঢাকার স্বনামধন্য বিদ্যাপিঠ গুলোর মধ্যে রাজউক মডেল স্কুল এন্ড কলেজ অন্যতম। কে না চায় তার সন্তানকে নামি-দামি বিদ্যালয়ে পড়াশোনা করাতে।তারই ধারাবাহিকতায় সামার্থবান অভিভাবকরা আজ রাস্তায় নেমেছেন প্লে কার্ড হাতে। যাতে লেখা রয়েছে লটারি নয় ভর্তি পরীক্ষা চাই। মেধার মাধ্যমে, ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি নেওয়া হোক। বিভিন্ন জনের হাতে ভিন্ন ভিন্ন প্লে কার্ড।সকাল১০ টা থেকে তারা জড়ো হতে থাকে রাজউক কলেজের সামনে। তাদের দাবি গুলো তারা কলেজ কতৃপক্ষ কে জানাতে এসেছেন বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক। কিছু কিছু অভিভাবক লটারির পক্ষে ও রয়েছেন। কারণ জানতে চাইলে তারা বলেন কোচিং বাণিজ্য চলবে।কোচিং সেন্টার গুলা প্রশ্ন ফাঁস ব্যবসায় মেতে উঠবে।তারা বলেন কতিপয় অসাধু শিক্ষক ও কর্মচারীদের কারনে এই পদ্বতি গ্রহণযোগ্যতা হরাতে বসেছে।এ ব্যাপারে অধ্যক্ষের মতামতের জন্য সাক্ষাত করতে চাইলে নিরাপত্তার সার্থে ডুকতে দেওয়া হয়নি।টি এন টি নাম্বারে কলকরা হলে সাড়া মিলেনি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here