রাজধানীতে অজ্ঞান পার্টির ৫৯ সদস্য গ্রেফতার—প্রেসব্রিফিংয়ে ডিবি

0
184
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অজ্ঞান পার্টির ৫৯ জন সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) একাধিক টিমের সদস্যরা।
বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
এবিষয়ে আজ বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
এসময় মহানগর গোয়েন্দা (ডিবি) উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আবদুল বাতেন বিপিএম, পিপিএম। সাংবাদিকদেরকে জানান, বুধবার অভিযানকালে ডিএমপির গোয়েন্দা ওয়ারী বিভাগ ১৬ জন, সাইবার এন্ড স্পেশাল ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ ১০ জন, গোয়েন্দা মতিঝিল বিভাগ ৯ জন, গোয়েন্দা রমনা বিভাগ ৮ জন, গোয়েন্দা লালবাগ বিভাগ ৮ জন ও গোয়েন্দা তেজগাঁও বিভাগ ৮ জন মোট ৫৯ জন অজ্ঞান পার্টির সদস্যকে গ্রেফতার করেছে।
মোঃ আবদুল বাতেন আরও বলেন, এসময় তাদের নিকট থেকে ২৪০ পিস চেতনানাশক ট্যাবলেট, ৪টি তরল মুভ স্পে বোতল, ৯টি মলমের কৌটা, ৭টি হারবাল পেইন কিলার, ৫টি চাকু, গুল, ৯ চেতনানাশক হালুয়াসহ মরিচের গুড়া ও জামবাগ উদ্ধার করা হয়।
প্রেস ব্রিফিংয়ে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার সাংবাদিকদেরকে বলেন, অজ্ঞান পার্টির সদস্যরা চেতনানাশক ঔষধ বা লিকুইড কৌশলে চা, ডাব, পানীয় বা অন্যকোন খাবারের সাথে মিশিয়ে টার্গেটকৃত ব্যক্তিকে খাওয়ায়ে সর্বস্ব লুটে নেয়। এছাড়াও তারা গুল, মরিচের গুড়া বা মলম চোখে মাখিয়ে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই টক্রের সদস্যরা মানুষের সমাগম স্থানে এরা তৎপর থাকলেও কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে তারা তৎপর ছিল।ঈদকে কেন্দ্র করে প্রতি বছরই অজ্ঞান পার্টির দৌরাত্ম্য বাড়ে। তাই বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়। গোয়েন্দা বিভাগ ২/৩ দিন যাবৎ এদের ধরতে কাজ করেছে। আমরা আশা করছি অজ্ঞান পার্টির এই সদস্যগুলো গ্রেফতারে পশুর হাটের কেনা-বেচা নিরাপদ হবে। এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here