Daily Gazipur Online

রাজধানীতে অবৈধ ওয়াকিটকি সেট বিক্রয়কারী চক্রের মূলহোতা রাসেল গ্রেফতার

মনির হোসেন জীবন: রাজধানীর খিলগাঁও এলাকা থেকে অবৈধ ওয়াকিটকি সেট বিক্রয়কারী চক্রের মূলহোতা মোঃ রাসেল আহমেদ (২৮)কে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব)।
গ্রেফতারকৃত রাসেল পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর থানার ভিতরগড় গ্রামের মোঃ কবিরুল ইসলামের পুত্র।
র‌্যাব জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাত পৌনে ১০ টার দিকে রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ওয়াকিটকি সেট বিক্রয়কারী চক্রের মূলহোতা মোঃ রাসেল আহমেদকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আজ দুপুরে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৩ এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেফতারকৃত আসামীর নিকট থেকে ৬ টি ওয়াকিটকি এবং ১ টি ওয়াকিটকি সেটের চার্জার জব্দ করা হয়েছে।
এদিকে, আজ মঙ্গলবার দুপুরে র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) ফারজানা হক জানান, গ্রেফতারকৃত আসামী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে ওয়াকিটকি সেট বিক্রয় করে আসছিল।
তিনি জানান, বিভিন্ন অপরাধী চক্রের সদস্যরা ধরা-ছোয়ার বাইরে থাকার উদ্দেশ্যে এসকল ওয়াকিটকি সেট ক্রয় করে বিভিন্ন ধরনের অপরাধ মূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। এসকল অপরাধী চক্রের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।