Daily Gazipur Online

রাজধানীতে আনন্দ ডাকাত দলের চার ডাকাত গ্রেফতার দেশীয় অস্ত্র উদ্ধার

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর খিলগাঁও থানা এলাকা থেকে দেশি অস্ত্রসহ ‘আনন্দ ডাকাত দলের সর্দার সহ চারজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে এলিট ফোর্স (র‌্যাব-৩) এর একটি দল। গ্রেফতারকৃতরা হলেন- আনন্দ ডাকাত দলের সর্দার মো. নাহিদ হোসেন ওরফে আনন্দ (৪৭), দলের সহযোগী মো. কবির হোসেন (৪২), মো. হামিদুল হক (৩৫) ও মো. বারেক হাওলাদার (৩৫)। তাদের কাছ থেকে দুটি রিকশা, ডাকাতির কাজে ব্যবহৃত দুটি চাকু, একটি কাটিং প্লাস, একটি হেসকো বেøড ও দুটি লোহার রড উদ্ধার করা হয়।
আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর খিলগাঁও থানা এলাকায় গোপনে অভিযান চালিয়ে তাদেরকে র‌্যাব-৩ এর সদস্যরা গ্রেফতার করে।
র‌্যাব-৩ স্টাফ অফিসার (অপ্স ও ইন্ট শাখা) অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফয়জুল ইসলাম আজ সোমবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর খিলগাঁও থানা এলাকায় গোপনে অভিযান চালিয়ে র‌্যাব-৩ এর সদস্যরা ‘আনন্দ ডাকাত দলের সর্দার সহ চারজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে। তাদের বিরদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ডাকাতরা র‌্যাবকে জানায় যে, তারা দীর্ঘদিন ধরে রিকশার চালক বা যাত্রী সেজে, বিভিন্ন দোকান, বাসাবাড়িসহ রাজধানীর বিভিন্ন সর রাস্তায় পথচারী বা যাত্রীদের অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করতো। এই চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
র‌্যাবের এই কর্মকর্তারা আরও জানান, গ্রেফতার আসামিদের বিরদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।