রাজধানীতে আনসারুল্লাহ বাংলা টিমের ৪ জঙ্গি সদস্য আটক

0
219
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর শাহআলী থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) চার সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। তাৎক্ষনিক ভাবে তাদের নাম ও বিস্তারিত পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।
বুধবার (১৮ ডিসেম্বর) দিনগত রাতে রাজধানীর মিরপুরের শাহআলী থানা এলাকা গোপনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মোধ মিজানুর রহমান ভুঁইয়া আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪) এর এএসপি মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল আজ বৃহস্পতিবার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) চার সদস্যকে আটক করা হয়েছে। এবিষয়ে আজ বেলা সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here