Daily Gazipur Online

রাজধানীতে করোনায় আক্রান্ত হয়ে পুলিশ সদস্যের মৃত্যু

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীতে করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী থানার এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। ওই পুলিশ সদস্যের নাম জসিম উদ্দিন (৪০)। তার বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় বলে জানা গেছে। তিনি ডিএমপির ওয়ারী থানায় পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
ডিএমপি ওয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান আজ বুধবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান,মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে তিনি ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ বুধবার সকালে তার করোনা টেস্টের রেজাল্ট পজিটিভ এসেছে। এরপর আজ দুপুর সোয়া ৩টার দিকে নিহত করস্টেবল জসিম উদ্দিনের মরদেহ ঢাকা থেকে কুমিল্লা তার নিজ বাড়ির উদ্দিশে রওয়ানা দিয়েছে। সেখানে তার দাফন সম্পন্ন করা হবে।
আজ বুধবার দুপুরে ওয়ারী জোনের সহকারী কমিশনার হান্নানুল ইসলাম গনমাধ্যকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান,গত তিনদিন ধরে করোনাভাইরাসের উপসর্গ থাকায় তার টেস্ট করানো হয়। আজ বুধবার সকালে রেজাল্ট এসেছে। টেস্টের রেজাল্ট হাতে আসার আগেই গতকাল রাতে তিনি মারা গেছেন। শ্বাস কষ্ট, জ্বরসহ অন্যান্য উপসর্গ ছিল তার।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, পুলিশ সদস্য জসিম উদ্দিন অসুস্থ হলে প্রথমে তাকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এরপর অবস্থা খারাপ হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মধ্যরাতে তার মৃত্যু হয়।
ডিএমপি ওয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান গনমাধ্যমকে বলেন, জসিম উদ্দিনকে সুস্থ করে তুলতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা করা হয়েছে। তবে, তাকে বাঁচানো গেলো না। পুলিশের খুব শান্তশিষ্ট সদস্য ছিলেন জসিম।
এদিকে ওয়ারি পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) রুবেল মল্লিক গনমাধ্যমকে বলেন, জসিম উদ্দিনের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায়। তিনি পুলিশের ওয়ারি বিভাগের ব্যারাকে থাকতেন। গত ২৪ এপ্রিল কনস্টেবল জসিম উদ্দিন অসুস্থ হয়। পরে তাকে ফকিরাপুলের আল সালাম হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়।
তিনি আরও জানান, গত ২৫ এপ্রিল আইইডিসিআর তার নমুনা সংগ্রহ করে। গত মঙ্গলবার অবস্থা খারাপ হওয়ায় রাতেই তাকে ঢামেকের আইসোলেশনে ভর্তি করা হয়। সেখানেই মধ্যরাতে তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর করোনার রিপোর্ট পাওয়া যায়। রিপোর্টে পুলিশ সদস্য জসিম উদ্দিনের করোনা পজিটিভ ধরা পড়েছে।