রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় একজন নিহত

0
131
728×90 Banner

মনির হোসেন জীবন : রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছে। নিহতের নাম আলতাফ হোসেন সেলিম (৬০)।
পরে স্থানীয় থানা পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
আজ বুধবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে, ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহান আজ বুধবার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার ফজরের নামাজ শেষে সকাল ৭টার দিকে বাহিরে হাঁটতে বের হন আলতাফ হোসেন। তিনি ডেমরা স্টাফ কোয়ার্টার ও চৌরাস্তার মধ্যবর্তী রাস্তায় হাঁটার সময় একটি কাভার্ডভ্যান এসে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। আলতাফ হোসেন ডেমরা বাজার কামার গোফ এলাকায় থাকেন। পরে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।
এসআই মো. শাহজাহান আরও জানান, ঘটনার পরপরই কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে, দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান টি আটক করা হলেও তার চালক ও হেলপার পালিয়ে গেছে।
এ ঘটনায় ডেমরা থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here