রাজধানীতে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ,৫ প্রতারক গ্রেফতার

0
125
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীতে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে মোটা অংকের টাকা আত্মসাৎ এবং কৌশলে টাকা হাতিয়ে নেয়া সংঘবদ্ধ প্রতারক চক্রের ৫ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগের একটি টিম।
গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু মঙ্গলবার জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলো-মোঃ আশরাফুল ইসলাম ওরফে বাবু (৩৯), মোঃ আব্দুল করিম (৬০), মোঃ ফজলুর রহমান (৪৪), মোঃ শামসুল আলম মজুমদার (৫০) ও শিরিনা আক্তার (৩০)।
সোমবার রাতে রাজধানীর পশ্চিম কমলাপুর কবি নজরুল ইসলাম রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে উত্তরা জোনাল টিম।
মঙ্গলবার ডিএমপি’র এক সংবাদ বিঞ্জপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। চক্রটি প্রথমে রাজধানীর বিভিন্ন এলাকায় অফিস ভাড়া নেয়। এরপর বিভিন্ন জাতীয় পত্রিকায় তাদের প্রতিষ্ঠানের নামে চাকরির বিজ্ঞাপন দেয়। তাদের বিজ্ঞাপন দেখে অনেকে চাকরির জন্য আবেদন করে। তারা ফোন করে চাকরি প্রার্থীদেরকে সাক্ষাৎকার দেয়ার জন্য অফিসে আসতে বলে। সাক্ষাৎকার শেষে তাদেরকে বিভিন্ন পদে যোগদানের জন্য অফার করা হয়, তবে শর্ত হিসেবে তারা মোটা অংকের টাকা দাবি করে।
পরবর্তীতে তারা বলে এই টাকার বিনিময়ে কোম্পানির শেয়ার হিসেবে লভ্যাংশের একটি অংশ তাদেরকে দেয়া হবে। রাজি হলে তারা প্রতিষ্ঠানের নিয়োগপত্র প্রদান করে। কিছুদিন পর চাকরিতে যোগদান করতে গিয়ে দেখা যায় তাদের অফিস তালাবদ্ধ। বাড়ির দাড়োয়ানকে জিজ্ঞাসা করলে জানায়, তারা অফিস ছেড়ে অন্যত্র চলে গেছে। এমনভাবে তারা অনেক নিরীহ মানুষের সাথে প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে আসছিল।
সংবাদ বিঞ্জপ্তিতে আরও বলা হয়, একজন ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে গত ২১ ডিসেম্বর ২০২০ উত্তরা পশ্চিম থানায় একটি মামলা রুজু করা হয়। মামলার তদন্তভার পায় গোয়েন্দা উত্তরা বিভাগ। তদন্তকালে আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় প্রথমে অভিযুক্তদের অবস্থান সনাক্ত করা হয়। এরপর সোমবার রাত সাড়ে ৭টার দিকে পশ্চিম কমলাপুরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here