Daily Gazipur Online

রাজধানীতে চায়ের দোকানে বেসামাল বাস, নিহত ২

ডেইলি গাজীপুর প্রতিবেদক: সাড়ে চারটার দিকে রাজধানীর বারিধারায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে চা দোকানে ঢুকে পড়ে বাস ঢুকে পড়ায় দুই জন নিহত হয়েছে।
দেওয়ান পরিবহনের একটি বাস বারিধারা এলাকায় নিয়ন্ত্রণ হারায়। বাসটি সড়কের ডিভাইডার ভেঙ্গে রাস্তার অপর পাশের একটি চায়ের দোকানে আঘাত করে। এসময় নিরাপত্তা কর্মী তবির ও চা দোকানদার শাহিন ঘটনাস্থলেই মারা যান।
নিহতদের মরদেহ ঢাকা মেডিকেলে নেয়া হয়েছে। এ ঘটনায় বাসটিকে জব্দ করেছে পুলিশ। দুর্ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছে।
এ ঘটনায় দোষীকে চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।