রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

0
255
728×90 Banner

এস, এম, মনির হোসেন জীবন : রাজধানীর বনানী থানার সেতু ভবনের পাশে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম মনির হোসেন (১৯) ।
বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো: ফজল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বনানী থানার সেতু ভবনের উত্তর পাশ দিয়ে হেঁটে যাচিছল মনির হোসেন। এসময় তাকে পথরোধ করে কে বা কারা ছুরিকাঘাত করে। পরে লোক মারফতে খবর পেয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ মো: বাচ্চু মিয়া জানান, নিহতের মরদেহ ময়নতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা রয়েছে।
এসআই ফজল বলেন, নিহত মনির আদাবর এলাকায় আইএসএল নামে একটি বেসরকারী কোম্পানিতে কাজ করতেন। নীলফামারী জেলার জলডাঙ্গা থানার পশ্চিম শিমুল বাড়ি গ্রামে। তার বাবার নাম আমিনুর রহমান। তিনি পূর্ব নাখালপাড়া এলাকায় বসবাস করতেন।
বনানী থানা পুলিশ আজ জানান, এঘটনায় বনানী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা যায়নি। তবে, অপরাধীদের ধরতে পুলিশী অভিযান অব্যাহত আছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here