Daily Gazipur Online

রাজধানীতে ছিনতাই চক্রের ২০ সদস্য গ্রেফতার

ডেইলি গাজীপুর প্রতিবেদক : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাই চক্রের ২০ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব।
রাজধানীর মোহাম্মদপুর, কাওরান বাজার, তেজগাঁও এবং এর আশেপাশের এলাকা হতে ছিনতাইকালে ২০ জন ছিনতাইকারীকে দেশিয় অস্ত্র ও অন্যান্য আলামতসহ গ্রেফতার করেছে র্যাব-২।
গতকাল ১২ জানুয়ারি রাতে র্যাব-২ জানতে পারে কয়েকজন ছিনতাইকারী দেশীয় অস্ত্রসস্ত্রসহ ছিনতাই এর উদ্যেশ্যে রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, শ্যামলী, ফার্মগেট, চাঁদ উদ্যান, ঢাকা উদ্যান, বসিলা এবং কাওরান বাজার এলাকায় প্রস্তুতি গ্রহন করেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে র্যাব-২ এর আভিযানিক দল অভিযান পরিচালনা করে ছিনতাই প্রস্তুতি ও ছিনতাইকালে (ক) মোঃ লিটন মিয়া (৪২), পিতা-আব্দুল মোতালিব মিয়া, ভোলা, (খ) মোঃ সাইফুল ইসলাম (২২), পিতা- মৃত আব্দুর রাজ্জাক, শেরপুর, (গ) মোঃ পলাশ উদ্দিন (২২), পিতা- মোঃ মোসলেম উদ্দিন, নাটোর, (ঘ) মোঃ মকবুল হোসেন (২৫), পিতা- মৃত মধু মিয়া, ঢাকা, (ঙ) মোঃ মুরাদ (১৯), পিতা- জামাল, কিশোরগঞ্জ, (চ) মোঃ রুহুল আমীন (১৯) পিতা- শুক্কুর আলী, গাজীপুর, (ছ) মোঃ রানা মিয়া (২৩) পিতা-মৃত সোহেল মিয়া, কুমিল্লা, (জ) মোঃ আলমাস (২২) পিতা-আব্দুল জব্বার, (ঝ) মোঃ আল-আমিন(২১), পিতা-মোঃ বিপ্লব, কিশোরগঞ্জ, (ঞ) মোঃ সোহাগ(১৯), পিতা-শাহজাহান, ভোলা, (ট) মোঃ সাজু মিয়া (২২), পিতা-হাবুল মিয়া, কিশোরগঞ্জ, (ঠ) মোঃ আরিফ (২১), পিতা- মোঃ আজিম, বরিশাল, (ড) মোঃ জাবেদ (৩৫), পিতা-মৃত ফারুক, ঢাকা, (ঢ) মোঃ রুমন হোসেন (২৬), পিতা-মোঃ আবুল কালাম ফরাজী, ভোলা, (ণ) মোঃ তোফাজ্জল হোসেন@ কালু (২৫), পিতা-মৃত মনু মিস্ত্রী, জামালপুর, (ত) মোঃ মিরাজ (২৪), পিতা- মৃত ইউনুচ, ভোলা, (থ) মোঃ রুবেল (১৬) পিতা-মৃত আঃ ফকর উদ্দিন, ভোলা, (দ) মোঃ মামুন হোসেন (২৬) পিতা- মৃত জালাল সরদার, বরিশাল, (ধ) মোঃ আলম (৩০) পিতা-মৃত ইউনুচ, ঢাকা, (ন) মোঃ হোসেন (১৮) পিতা- মোঃ বিল্লাল, ভোলা ময়মনসিংহ’দেরকে ডেগার, চাকু, খুর ও অন্যান্য দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে। আটকৃতদের জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, তারা রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, শ্যামলী, ফার্মগেট, চাঁদ উদ্যান, ঢাকা উদ্যান, বসিলা এবং কাওরান বাজারসহ বিভিন্ন জায়গায় সংঘবদ্ধ ভাবে ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রমে অংশগ্রহন করে থাকে। এছাড়াও বিভিন্ন সময় তারা এলাকায় প্রভাব বিস্তারকল্পে দেশীয় অস্ত্র প্রদর্শনীর মাধ্যমে এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত ক) মোঃ লিটন (৪১) তার নামে রাজধানীর তেজগাঁও থানায় একাধিক মাদক মামলা, খ) মোঃ আলমাস (২২) তার বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় দস্যুতা মামলা, গ) মোঃ সাইফুল ইসলাম (২২), তার নামে রাজধানীর তেজগাঁও থানায় দস্যুতা মামলা, ঘ) মোঃ পলাশ হোসেন (২২), তার নামে রাজধানীর কলাবাগান থানায় ডাকাতি মামলা, ঙ) মুরাদ (১৮), তার নামে রাজধানীর তেজগাঁও থানায় ডাকাতি মামলা, চ) মোঃ রানা (২৫), তার নামে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদক মামলা, ছ) মোঃ আরিফ (২১), তার নামে রাজধানীর শেরেবাংলা নগর ও আদাবর থানায় একাধিক দস্যুতা আইনে মামলা, জ) মোঃ আল-আমিন (২১) তার নামে রাজধানীর মোহাম্মদপুর থানায় অস্ত্র ও ডাকাতি মামলা, ঝ) মোঃ আলম (৩০), তার নামে রাজধানীর মোহাম্মদপুর থানায় মাদক মামলা রয়েছে, ঞ) মোঃ রুবেল (১৬), তার নামে রাজধানীর মোহাম্মদপুর থানায় মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে পরবর্তীতে র্যাব-২ এই ধরনের অভিযান অব্যহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।