রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘন, ৩১ লাখ টাকা জরিমানা

0
221
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৬ হাজার ৬১১টি মামলা ও ৩১ লাখ ৮২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে পুলিশ। এছাড়া ১৮টি গাড়ি ডাম্পিং ও ৮২৩টি গাড়ি রেকার করা হয়েছে।
সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক উত্তর বিভাগের ডিসি প্রবির কুমার রায় জানান, রোববার দিনভর অভিযানে এসব মামলা ও জরিমানা করা হয়।
ডিএমপি’র ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, উল্লেখযোগ্য মামলার মধ্যে রয়েছে হাইড্রোলিক হর্ণ ব্যবহারে ১০৬টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করারে ৫টি, উল্টোপথে গাড়ি চালানোয় ১১৫৪টি, মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১৩টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়।
অপর দিকে ট্রাফিক আইন অমান্য করায় ২৩০০টি মোটরসাইকেলের বিরুদ্ধেমামলা ও ৮১টি মোটরসাইকেল আটক করা হয়। সেই সঙ্গে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করায় চালকের বিরুদ্ধে ৮টি ভিডিও মামলা করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here