রাজধানীতে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রীর নিহত

0
222
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় দশম শ্রেনীর এক স্কুল শিক্ষার্থী নিহত ও আরও একজন গুরুতর আহত হয়েছে। নিহতের নাম নূপুর (১৪)। গুরুতর আহত শিক্ষার্থীর নাম শ্রাবণী (১৪)। তাকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত নূপুর গাজীপুরের কালিয়াকৈর গোয়ানী গ্রামের পরিতোষের মেয়ে।
শনিবার দিবাগত রাত ৮টার দিকে বিমানবন্দর রেলস্টেশনের উত্তর মাথায় ২ নম্বর প্ল্যাটফর্মের ৪ নম্বর রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ীর সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা বিমানবন্দর রেলস্টেশন জিআরপি পুলিশ আজ জানান, শনিবার দিবাগত রাত পৌনে ৮টার দিকে বিমানবন্দর রেলস্টেশনের উত্তর মাথায় ২ নম্বর প্ল্যাটফর্মের ৪ নম্বর রেললাইনে দুই স্কুলছাত্রী নূপুর ও শ্রাবণী হাতে বই-খাতা নিয়ে রেললাইন দিয়ে হেঁটে অতিক্রম করার সময় বৃষ্টির কারণে তারা আবার পেছনের দিকে আসার চেষ্টা করে। এসময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ‘কর্ণফুলী এক্সপ্রেস’ ট্রেনটি তাদের ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে ঘটনাস্থলে নূপুর প্রাণ হারায়। এ ঘটনায় আহত শ্রাবনীকে উদ্ধার করে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু’জনেরই বাড়ি গাজীপুরের কালিয়াকৈর গোয়ানী গ্রামে। তারা ওই গ্রামের এক স্কুলের দশম শ্রণির ছাত্রী বলে জানা গেছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here