এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর কামলাপুর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (১৫) এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে কামলাপুর রেলস্টেশনে ৫ নম্বর প্লাটফর্মে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত (ওসি) রকিব-উল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জিআরপি পুলিশ ও পথচারীরা জানায়, আজ শনিবার দুপুর পৌনে ১২টার দিকে কামলাপুর রেলস্টেশনে ৫ নম্বর প্লাটফর্মে একটি ট্রেনের ইঞ্জিনের উপর বসে ঘুরাচ্ছিল অজ্ঞাতপরিচয় (১৫) এক কিশোর। এসময় হঠাৎ ট্রেনটি ছেড়ে দিলে তড়িঘড়ি করে কিশোরটি ইঞ্জিন থেকে নামতে গিয়ে ট্রেনের চাকার নিচে পড়ে গুরুতর আহত হয় সে। পরে তাকে উদ্ধার ঢামেক হাসপাতালে নেওয়া হলে শনিবার দুপুর দেড়টার দিকে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
(ওসি) রকিব-উল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত অজ্ঞাতপরিচয় (১৫) এই কিশোরের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।