Daily Gazipur Online

রাজধানীতে ট্রেনে ঝুলিয়ে রাখা সাইকেলে’র ধাক্কায় এক নারী শ্রমিক নিহত

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর কারওয়ান বাজারে টঙ্গীগামী পারাবত এক্সপ্রেস ট্রেনে ঝুলিয়ে রাখা সাইকেলে’র ধাক্কায় এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ওই নারীর নাম রত্না আক্তার (৪০)। তার স্বামীর নাম মৃত মো: লিটন মিয়া। তাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার বাজিতপুর গ্রামে তাদের বাড়ি।
আজ বুধবার সকাল সোয়া ৮টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে মাছের আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আজ বুধবার ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো: বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা কমলাপুর রেলওয়ে (জিআরপি) পুলিশ ও ঢামেক পুলিশ আজ জানান, আজ বুধবার সকাল সোয়া ৮টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে মাছের আড়তের সামনের সিগন্যালের পাশে আইল্যান্ডে দাঁড়িয়ে ছিলেন ওই নারী। এসময় টঙ্গীগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের ঝুলিয়ে রাখা বাইসাইকেলের সঙ্গে ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী ও নিহতের ছেলে রবিন বলেন, কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার বাজিতপুর গ্রামে তাদের বাড়ি । তারা দুই ভাই। তার পিতার নাম মৃত মো: লিটন মিয়া। তার মা রতœা আক্তার (৪০) ঢাকা কারওয়ান বাজার মাছের আড়তে শ্রমিক হিসেবে কাজ করতেন। রেললাইনের পাশেই তারা বসবাস করতেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো: বাচ্চু মিয়া জানান, নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানা ( জিআরপি) পুলিশকে অবগত করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।