এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর যাত্রাবাড়ী থানার মীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক স্বর্ণকার নিহত হয়েছেন। নিহতের নাম মো. ইউনুস (৩৫)। ইউনুস কুমিল্লার দেবীদ্বার থানার হোসেনপুর গ্রামের দিলু সরদারের ছেলে। তিনি মীর হাজিরবাগ এলাকার একটি বাড়িতে থাকতেন।
মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে যাত্রাবাড়ি থানার মীর হাজিরবাগ এলাকার বায়তুল আমানে এ ঘটনা ঘটে।
ডিএমপি’র যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াজেদ আলী আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
যাত্রবাড়ি থানার পুলিশ জানান, মঙ্গলবার রাত আড়াইটার দিকে মীর হাজিরবাগ এলাকার বায়তুল আমানে অলংকার মেরামতের দোকানে কাজ শেষ করে তিনি বাসায় ফিরছিলেন। দোকানের সামনে আসলে অজ্ঞাতনামা ব্যক্তিরা ইউনুসের বুকে ছুরিকাঘাত করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে ঘটনার পর রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর চারটার দিকে ইউনুস মারা যায়।
যাত্রাবাড়ী থানার (ওসি) কাজী ওয়াজেদ আলী আজ জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় যাত্রাবাড়ি থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি।