Daily Gazipur Online

রাজধানীতে নগদ ৫ কোটি টাকা, আট কেজি স্বর্ণ ও ছয়টি অস্ত্র উদ্ধার

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর সুত্রাপুর, গেন্ডারিয়া ও নান্দিরায় এলাকায় ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক ও যুগ্ম সাধারণ সম্পাদক রুপন ভুঁইয়ার বাসা এবং তাদের কর্মচারীর বাসায় পৃথক তিনটি অভিযান পরিচালনা করেছে র‌্যাব-৩। এসময় তল্লাশী চালিয়ে নগদ ৫ কোটি ৫ লাখ টাকা ও প্রায় ৮ কেজি স্বর্ণ (৭৩০ ভরি) স্বর্ণ, ৬টি আগ্নেয়াস্ত্র জব্দ করেছে র‌্যাব-৩ এর একটি দল। জব্দকৃত সোনার বাজার প্রায় ৪ কোটি টাকা।
সোমবার মধ্যরাত থেকে শুরু করে আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত একটানা তিনটি পৃথক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান টাকা,সোনা ও অস্ত্র উদ্বার করে র‌্যাব-৩।
র‌্যাব-৩ এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল শফিউল্লাহ বুলবুল আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অভিযান শেষে এক প্রেসব্রিফিংয়ে লেফটেন্যান্ট কর্নেল শফিউল্লাহ বুলবুল জানান, আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল, টাকা ও সোনা রাখতে ঢাকার ইংলিশ রোড থেকে পাঁচটি ভল্ট ভাড়া করা হয়েছে। পরবর্তীতে বানিয়ানগরের ৩১ নম্বর বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এর মধ্যে ২টি পিস্তল, ১টি শটগান ও ২টি এয়ারগান রয়েছে।
তিনি বলেন, অভিযান শেষে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভল্টগুলো খোলা হয়। তিনটি ভল্ট থেকে নগদ প্রায় এককোটি পাঁচ লাখ নগদ টাকা, আট কেজি স্বর্ণ (৭৩০ ভরি) সোনার অলংকার উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় চার কোটি টাকা। এছাড়া ওই বাসা থেকে পাঁচটি অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। অভিযানের এক সপ্তাহ আগে এক ভাই থাইল্যান্ডে পালিয়ে গেছে। জুয়ার টাকা দিয়ে এরা অনেকগুলো বাড়ি কিনেছে। এখন পর্যন্ত আমরা ১৫ টি বাড়ির সন্ধান পেয়েছি। তাদের আটক করতেই অভিযান চালানো হয়েছে। তবে দুজনের কাউকেই পায়নি র‌্যাব।
এদিকে, রাজধানীর গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি নেতা এনামুল হক ক্যাসিনোর অর্থ নিজ বাড়ির ভল্টে রাখতেন বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।
র‌্যাব-৩ সুত্রে জানা যায়, রাজধানীর নারিন্দায় লালমোহন সাহা স্ট্রিটের ৮৩১ নম্বর বাসা গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সভাপতি এনামুল হকের বন্ধুর বাসায় মঙ্গলবার তৃতীয় দফা অভিযান চালায় র‌্যাব। এ সময় ওই বাসা থেকে নগদ দুই কোটি টাকা ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার দুপুরে থানা আওয়ামী লীগের সভাপতি এনামুল হকের কর্মচারী আবুল কালাম আজাদের বাসায়ও অভিযান চালায় র‌্যাব। সেখানে একটি ভল্ট থেকে প্রায় দুই কোটি টাকা ও একটি আগ্নেয়াস্ত্রও জব্দ করা হয়।
র‌্যাব জানান, তৃতীয় অভিযানের অংশ হিসেবে আমরা নারিন্দার শরৎগুপ্ত রোডের ২২/১ নম্বর বাড়িতে অভিযান চালাই। তিনতলা ভবনের দ্বিতীয় তলায় থাকতেন আওয়ামী লীগ নেতা এনামুল হকের বন্ধু হারুন অর রশিদ। আজ তিনটি অভিযানে মোট পাঁচ কোটি পাঁচ লাখ টাকা জব্দ করা হয়েছে। আমাদের ধারণা, টাকাগুলো অবৈধ ক্যাসিনোর সঙ্গে সম্পৃক্ত। এনামুল হক ওরফে এনু ওয়ান্ডারার্স ক্লাবের ক্যাসিনো ব্যবসার অংশীদার ছিলেন এবং রূপন ভূঁইয়া মানিলন্ডারিংয়ের সঙ্গে জড়িত।