Daily Gazipur Online

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩০ জন গ্রেফতার

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ আজ সকাল ছয়টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
ডিএমপির এক সংবাদ বিঞ্জপ্তিতে আজ এতথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২ হাজার ৩৭৬ পিস ইয়াবা, ২০ গ্রাম হেরোইন, ১০ কেজি ৭৬৫ গ্রাম গাঁজা, ৬০ বোতল ফেন্সিডিল ও ১০টি ইনজেকশন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯টি মামলা রুজু করা হয়েছে।