রাজধানীতে সংঘবদ্ধ প্রতারক চক্রের ১৫ সদস্য গ্রেফতার

0
292
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : পাওয়ার কয়েন, ম্যাগনেটিক পিলার, তক্ষক, ভাঙা জাহাজের লোহা, বিদেশি কাপড় দেশে বিক্রির প্রলোভন দেখিয়ে প্রতারনার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের ১৫জন সক্রিয় সদস্যকে আটক করেছে এলিট ফোর্স (র‌্যাব)। গ্রেফতার প্রতারকরা হলেন নূরুল ইসলাম, মিনার মিয়া, মিজান, মো. শাকিল খান, জাহাঙ্গীরুল আবেদীন, আজগর আলী হাওলাদার, সিরাজুল ইসলাম, তোফাজ্জল করিম তানভির, আক্তার ফারুক, মো. রাজু, গোলাম মোস্তফা শাকিলশামীম মিয়া, অজয় চাকী, হারুন উর রশিদ ও তুষার আহমেদ।
গত এক দশকের বেশি সময় ধরে এই চক্রের সদস্যরা দুই শতাধিক কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে জানিয়েছে র‌্যাব। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় এক বা একাধিক প্রতারণার মামলা রয়েছে। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন নথিপত্র ও ৩২টি মোবাইলফোন জব্দ করা হয়।
বুধবার বিকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত রাজধানীর কাফরুলসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজথানীর কাওরানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে র‌্যাব-৪-এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) ও অতিরিক্ত ডিআইজি চৌধুরী মঞ্জুরুল কবির এসব তথ্য জানান। র‌্যাবের সংবাদ সম্মেলনে অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রতারকরা টার্গেট করে ধনী ব্যবসায়ীদের। এরপর বিভিন্ন ধরনের ধাতব পণ্য বিক্রির প্রলোভন দেখায়। টার্গেটেড ব্যক্তিকে কম দামে পণ্য কেনার সুযোগ দিয়ে ফের তা বিদেশে বেশি দামে বিক্রির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে। এই প্রতারকদের টার্গেট সচ্ছল ব্যবসায়ীরা। এভাবে প্রতারণার মাধ্যমে শাটিং ফেব্রিক্স, জাহাজ ভাঙা লোহা, ম্যাগনেটিক পিলারসহ তক্ষকও বিক্রি করতো এই চক্রটি।
সাংবাদিকদেরকে এক প্রশ্নের জবাবে র‌্যাব-৪-এর কমান্ডিং অফিসার চৌধুরী মঞ্জুরুল কবির বলেন, প্রতারণার কৌশল হিসেবে তারা ম্যাগনেটিক কয়েন ব্যবহার করে। এটা দেখিয়ে কয়েনগুলো অনেক মূল্যবান বলে তা বিক্রির প্রলোভন দেওয়া হয়। তাদের ফাঁদে পা দিয়ে কেউ ওই কয়েন কিনতে চাইলে কোটি টাকার বিনিময়ে তা বিক্রি করতো। অগ্রিম হিসেবে ক্রেতার কাছ থেকে তারা ১০ থেকে ৫০ লাখ টাকা নিয়ে নিতো। কয়েন কেনার পর টার্গেটেড ব্যক্তিকে না চেনার ভান করতো প্রতারকরা এবং বাড়াবাড়ি করলে হুমকি দিতো।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতারক চক্রের এজেন্টরা ভিকটিমদের জানায়, যদি ১৫ ইঞ্চির বড় এবং তক্ষকের ওজন কমপক্ষে ২৫৩ গ্রাম হয়, তাহলে ওই তক্ষকের মূল্য ১০০ থেকে ২০০ কোটি টাকা। প্রতারকচক্রের সদস্যরা টার্গেট ব্যক্তিদেরকে কম দামে তক্ষক কিনে কোটি কোটি টাকা উপার্জনের লোভনীয় অফার দেয়। ভিকটিমের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here