Daily Gazipur Online

রাজধানীতে সংঘবদ্ব ছিনতাইকারী চক্রের ১০সদস্য আটক

এস.এম.মনির হোসেন জীবন : রাজধানীর তেজগাঁও ও শেরে-বাংলা নগর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে সংঘবদ্ব ছিনতাইকারী চক্রের ১০জন সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)। তাৎক্ষনিক ভাবে আটককৃতদের নাম জানা যায়নি।
বুধবার দিনগত রাতে পৃথক দুটি থানা এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র‌্যাব-২ এর সদস্যরা।
র‌্যাবের আইনও গনমাধ্যম শাখার সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো: মিজানুর রহমান ভুঁইয়া আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, র‌্যাব-২ এর অপারেশন অফিসার এএসপি সাইফুল মালিক আজ জানান, ঈদকে সামনে রেখে রাজধানী জুড়ে ছিনতাইকারীদের তৎপরতা রোধে র‌্যাব কাজ করে যাচ্ছে। বুধবার দিনগত রাতে রাজধানীর তেজগাঁও ও শেরে-বাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে ১০ ছিনতাইকারীকে আটক করা হয়েছে। তবে, তাৎক্ষনিক ভাবে আটকদের নাম ও বিস্তারিত পরিচয় জানাতে পারেননি তিনি।