Daily Gazipur Online

রাজধানীতে সংঘবদ্ব ছিনতাইকারী চক্রের ৬ সদস্য অস্ত্র সহ গ্রেফতার

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীতে ছিনতাইকারী সংঘবদ্ব চক্রের ৬ সদস্যকে আটক করেছে এলিট ফোর্স র‌্যাব-১০ এর সদস্যরা। আটক ছিনতাইকারীরা হলেন- আল আমিন (২৪), রনি (২০), রাজু (১৮), সালাউদ্দিন সালু (২৮), নাজিম (২০) ও মোহন (২৬)। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত ৩টি চাকু, ২টি ছোট ছুরি, ১টি অ্যান্টি কাটার ও ৬টি বেøড জব্দ করা হয়েছে।
রোববার দিবাগত রাত সোয়া ১০টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় র‌্যাব-১০ এর একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর মো. আশরাফুল হক আজ সোমবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রাথমিক জিঞ্জাসাবাদে আটককৃত ছিনতাইকারী দলের সদস্যরা র‌্যাবকে জানান, তারা কোরবানির ঈদকে টার্গেট করে মাঠে সক্রিয় হয়ে উঠেছিল। তারা দীর্ঘদিন ধওে রাজধানীর সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ডেমরা ও আশেপাষের এলাকায় পথচারীদের কাছ থেকে ল্যাপটপ, মোবাইল ফোন, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল চুরি ও ছিনতাই করে আসছিল। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।