Daily Gazipur Online

রাজধানীতে সর্বোচ্চ করোনা আক্রান্ত উত্তরায় যে কারণে

এস. এম. মনির হোসেন জীবন : রাজধানী ঢাকার ভেতরে (কোভিড-১৯) করোনা ভাইরাস আক্রান্ত সবচেয়ে বেশি ১৬ রোগী শনাক্ত হয়েছে অভিজাত এলাকা উত্তরায়। এরপর ধানমন্ডি শনাক্ত হয়েছেন ১৩ জন। মিরপুর-১ এ ১১ জন এবং পুরান ঢাকার ওয়ারিতে ১০ জন রোগী শনাক্ত করা হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার বিকেলে থেকে শুরু করে আজ শুক্রবার সকাল পর্যন্ত রাজধানীর উত্তরা, (পূর্ব-পশ্চিম) তুরাগ, দক্ষিণখান, উত্তরখান ও বিমানবন্দর এলাকায় ছোট-বড় কাঁচা বাজারগুলো করোনা ভাইরাস সংক্রমণের হটস্পটে পরিণত হয়েছে। এ সব কাঁচাবাজার, ফলের দোকান, মাছ ও মাংসের দোকানে ক্রেতাদের গায়ে গা ঘেঁষে বাজার করতে দেখা যায়। এক্ষেত্রে ক্রেতা বিক্রেতা সহ কিছু মানুষ সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করছে না। অহেতুক ভাবে অনেককেই ঘুরাফেরা করতে দেখা গেছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দেশে মোট ৩৩০ জন কোভিড-১৯ শনাক্ত বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
জানা যায়, ঢাকা মহানগরীতে এর মধ্যে রয়েছেন ১৯৬ জন। ঢাকা জেলাতে রয়েছেন ১৩ জন, ঢাকার ভেতরে সর্বোচ্চ রোগী রয়েছেন উত্তরাতে ১৬ জন, এরপর ধানমন্ডিতে আছেন ১৩ জন, বাসাবো ও মিরপুর-১ এ ১১ জন, ওয়ারিতে রয়েছেন ১০ জন। মোহাম্মদপুর, লালবাগ ও টোলারবাগে রয়েছেন আটজন করে, ছয়জন করে আছেন উত্তর টোলারবাগ, মিরপুর-১১, চারজন করে আছেন আজিমপুর, বংশালে। তিনজন করে আছেন মিরপুর-১০, জিগাতলা, গ্রিনরোড, হাজারীবাগ, চকবাজার, বাবু বাজার, সোয়ারি ঘাট ও বেইলি রোডে। দুইজন করে আছেন আগারগাঁও, শাহবাগ, হাতিরপুল, ইসলামপুর, লক্ষ্মীবাজার, পুরানা পল্টন, মগবাজার, শান্তিনগর, বাড্ডা, মহাখালী, তেজগাঁও, মিরপুর-১২, শাহ আলী বাগ, গুলশান, যাত্রাবাড়ী ও পীরের বাগে।
এছাড়া একজন করে আছেন আদাবর, বসিলা, সেন্ট্রাল রোড, বুয়েট এলাকা, উর্দুরোড, নারিন্দা, দয়াগঞ্জ, ধোলাইখাল, কোতোয়ালী, শনির আখড়া, মুগদা, রাজারবাগ, ইস্কাটন, রামপুরা, হাতিরঝিল, শাহজাহানপুর, নিকুঞ্জ, মানিকদি, আশকোনা, বেড়িবাঁধ, বনানী, বেগুনবাড়ি, কাজীপাড়া ও মিরপুর ১৩-তে।
রাজধানীর বাজারগুলো করোনা সংক্রমণের হটস্পট!
রাজধানীর উত্তরা বিভাগের গড়ে উঠা কাঁচা বাজারের সামনে সেনাবাহিনীর একটি গাড়ি থেকে বাজারের ক্রেতাদের উদ্দেশ্য করে সামাজিক দূরত্ব বজায় রেখে দ্রুত বাজার শেষ করে ঘরে ফিরে যেতে অনুরোধ জানানো হয়। এ সময় কাঁচাবাজার, ফলের দোকান, মাছ ও মাংসের দোকানে ক্রেতাদের গায়ে গা ঘেঁষে বাজার করতে দেখা যায়। উত্তরা ১১ নম্বর সেক্টর সোনারগাঁও জনপথ সড়কের জমজম টাওয়ারের উত্তর পাশে বিএনপি ঢাকা মহানগর নেতা ও হরিরামপুর ইউনিয়ন পরিষদ সাবেক ৬ নম্বর ওয়ার্ড ইউপি মেম্বার হাজী মোস্তফা জামানের প্লটে দীর্ঘ দিন ধরে গড়ে উঠা একটি অবৈধ কাঁচাবাজারে ক্রেতা- বিক্রেতার সবচেয়ে বেশি ভীড় লক্ষ্য করা গেছে। বাজার পরির্দনে গিয়ে দেখা যায় সেখানে কোন নিয়মকানুন নেই। ক্রেতা-বিক্রেতা ও সর্বসাধারণ কেউ সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করছেন না। তবে, এখানে পুলিশের একটি টহল গাড়িকে বারবার চক্কর দিতে দেখা যায়।
এছাড়া তুরাগের নলভোগ গ্রামে ঢুকতে সোনারগাওঁ জনপথ সড়ক উত্তরা রূপায়ন সিটির পাশে একটি কাঁচা বাজার রয়েছে। সেখানেও একই ধরনের অবস্থা দেখা গেছে। মাঝে মধ্যে পুলিশ বাজারে গেলে ব্যবসায়ীরা দোকান ফেলে রেখে দৌড়ে চলে যায় এবং পুলিশ চলে যাবার পর আবার আগের অবস্থায় ফিরে আসে। এখানেও সামাজিক দূরত্ব কেউ মানছেননা। এই বাজারে বহু লোকের অবাধ চলাফেরা লক্ষ্য করা গেছে।
অপর দিকে, তুরাগের ডিয়াবাড়ি গ্রামের কালা মিয়ার মার্কেট কাঁচাবাজার,পাশে আল্লাহরদান কাঁচাবাজারে একই ধরনের অবস্থা লক্ষ্য করা গেছে। সেখানে সকালে ও বিকেলে বহু লোকের চলাফেরা রয়েছে। পাশাপাশি তুরাগের চন্ডালভোগ গ্রামের মেইররোড ব্রিজ থেকে শুরু করে বঙ্গবন্ধু সমাজ কল্যাণ সংসদ ও স্থানীয় মসজিদের পাশে হাবিব এর মুদি দোকান সহ তার আশপাশে কিছু দোকানপাট ও কাঁচা তরিতরকারীর দোকানপাট সকাল সন্ধ্যা বহু লোকের অবাধ চলাফেরা ও ঘুরাঘুরি লক্ষ্য করা গেছে। এছাড়া চন্ডালভোগ গ্রামের সোনারগাঁও জনপথ সড়কের আরাফাত সুপার মার্কেটে কিশোরগঞ্জের মঞ্জিল এর চা-পানের দোকানে সকাল সন্ধ্যা স্থানীয়-বহিরাগত ও বহু তরুন লোকের ঘুরাঘুরি লক্ষ্য করা গেছে। এছাড়া বেশ কিছু তরুন রাত দিন মোটরসাইকেলে করে এলাকা থেকে অন্য এলাকায় দিব্যি ঘুওে বেড়াতে দেখা গেছে। বহিরাগতদের অবাধ চলাচল ফেরাতে অনেক স্থানে বাঁশ দিয়ে বেড়া দিয়ে রাস্তা বন্ধসহ অকডাউন কাগজে লিখে দিয়েছে। এসব দোকানপাটে স্থানীয় থানা পুলিশ আসলে কিছুক্ষণ দোকানপাট বন্ধ থাকলেও পুলিশ সদস্যরা চলে গেলে আবার দোকান পূর্বের ন্যায় চলে আসে। এক্ষেত্রে অনেক দোকানী ক্রেতাদের কাছ থেকে দ্রব্যমূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য আদায় করে নিচেছন। এ এলাকার কিছু ব্যবসায়ী সরকারী নির্দেশনা ও নিয়ম নীতির কোন তোয়াক্কাই করছেন না। যে যার মত দেদাচেছ ব্যবসা করে যাচেছন বলে এলাকাবাসিদের কাছ থেকে অভিযাগে পাওয়া গেছে।
স্থানীয় এলাকাবাসি ও সচেতন মহলের কাছ থেকে অভিযোগ পাওয়া পর গতকাল বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) নাবিদ কামাল শৈবাল ও তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নুরুল মোত্তাকিন বিষয়টি জানানোর পর পুলিশ এসে এসব অবৈধ দোকানপাট বন্ধ করে দেন। একই সাথে পুলিশ সবাইকে সামাজিক দূরত্ব বজার রাখা সহ সরকারী নির্দেশনা মেনে চলার জন্য সকলের প্রতি আহবান জানান।
করোনাভাইরাস সংক্রমণে সরকার বাসায় অবস্থানের ব্যাপারে বারবার সতর্ক করলেও বাজার করার নামে নগরবাসী প্রতিদিনই বাইরে ভিড় করছেন। সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার করার জন্য নির্দিষ্ট দূরত্বে গোলদাগ কেটে রাখলেও অধিকাংশ মানুষকেই সে দূরত্ব না মেনেই একে অন্যের ওপর শ্বাস ফেলে বাজার করতে দেখা যায়।
জানা গেছে, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে রোগী শনাক্ত হয়। গত ১ মাস ১ দিনে সারাদেশে সর্বমোট ৩৩০ জন রোগী শনাক্ত হয়। তা মধ্যে ১৮৬ জনই ঢাকার বাসিন্দা। সে হিসাবে রাজধানী ঢাকা এমনিতেই হটস্পট। ইতোমধ্যেই করোনাভাইরাসে মৃত ২১ জনের মধ্যেও ঢাকার বাসিন্দাই বেশি বলে জানা গেছে।
স্বাস্থ্য অধিদফতরের অনলাইন হেলথ বুলেটিনের সর্বশেষ (বৃহস্পতিবার) পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ১ হাজার ৯৭টি নমুনা পরীক্ষায় নতুন ১২২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। আক্রান্ত রোগীদের মধ্যে ৬২ জন ঢাকার। এর পূর্ববর্তী ২৪ ঘণ্টায় নতুন শনাক্তকৃত ৫৪ জন রোগীর ৩৯ জনই ছিল রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দা।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ ও আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরাসহ স্বাস্থ্য সেক্টরের শীর্ষ দায়িত্বশীল কর্মকর্তারা বারবার জনসমাগম এড়িয়ে চলতে নিষেধ করলেও নগরবাসী তা মানছেন না। এক্ষেত্রে ছোটবড় বাজারগুলো করোনাভাইরাস সংক্রমণের হটস্পট হয়ে উঠছে।
এটিএম বুথগুলোর সামনে ‘সামাজিক দূরত্ব’ মানা হচ্ছে না!
‘সামাজিক দূরত্ব’ বজায় রাখতে সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। কিন্তু রাজধানীর এটিএম বুথগুলোর সামনে ‘সামাজিক দূরত্ব’ না মেনে টাকা তোলার লাইনে দাঁড়াতে দেখা যায় অনেক গ্রাহককে।
বৃহস্পতিবার ও আজ শুক্রবার (১০এপ্রিল) রাজধানীর উত্তরা ১, ৩, ৪, ৭, ১১, ও ১২ নাম্বারে জনসাধারণকে সামাজিক দূরত্ব না মেনে টাকা তোলার লাইনে দাঁড়াতে দেখা গেছে।
উত্তরা ১১ নম্বরে একটি বেসরকারি ব্যাংকের বুথ থেকে টাকা উত্তোলন করতে আসেন এক জৈনক ব্যক্তি। তিনি বলেন, আমি ব্যাংক থেকে টাকা তুলতে এসেছি। বাসার জন্য কেনাকাটা করবো তাই তাড়াাহুড়া করে লাইনে দাঁড়িয়েছি। তবে, লাইনের কেউ সামাজিক দূরত্ব বজায় রাখেন না। যে যার মত লাইনে দাঁিড়য়েছে। এটা ঠিক নয়- বলে তিনি মন্তব্য করেন।
এই বুথের নিরাপত্তাকর্মী বলেন, বহুবার গ্রাহকদের দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়াতে বলেছি। যদি তারা কথা না শোনে এবং লাইনে না দাঁড়ায়, তাহলে আমার কি করার আছে বলেন।
ডিএমপি উত্তরা বিভাগের পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য আমরা মাইকিং করে মানুষজনকে সচেতন করছি। ঘর থেকে বের না হওয়ার জন্য বারবার মাইকিং করছি।
তিনি আরও বলেন, আমরা দূরত্ব বজায় রাখতে বলছি- যদি কেউ না শোনে কথা তখন কি করার আছে বলেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাসে শিশু থেকে শুরু করে যে কোন বয়সের ব্যক্তি এরোগে আক্রান্ত হতে পারে। তবে, এ রোগ থেকে বাঁচতে হলে প্রয়োজনে সবাইকে ঘরে খাকতে হবে। পাশাপাশি সরকারী নির্দেশনা,স্বাস্থ্যমন্ত্রনালয় ও আইইডিসিআর নির্দেমনা গুলো অবশ্যই মেনে চলতে হবে। একই সাথে সামাজিক দূরত্বও বজায় রাখার পরামর্শ দেন তারা।
এ কারণে রাজধানীর বাজার গুলোতে জনসমাগম কমাতে না পারলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা জ্যামিতিক হারে বাড়ার আশঙ্কা তৈরি হচ্ছে বলে বিশেষজ্ঞ, সংশ্লিস্ট মহলরা মনে করেন।