Daily Gazipur Online

রাজধানীতে সামাজিক দূরত্ব না মানায় ২২ জনকে জরিমানা 

এস,এম,মনির হোসেন জীবন : করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় না রেখে বাইরে অহেতুক ভাবে ঘুরাফেরার করায় রাজধানীতে ২২ জনকে জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত।
র‌্যাবের আইনও গনমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার আজ রোববার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ রোববার বেলা ১১ টা থেকে শুরু করে দুপুর ১টা পর্যন্ত রাজধানীর মগবাজার -ওয়ারলেস গেইট মোড়ে এলিট ফোর্স র‌্যাব-৩ এর ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। র‌্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু এই অভিযানে নেতৃত্ব দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু গনমাধ্যমে বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সর্বোত্তম পন্থা হলো সামাজিক দূরত্ব নিশ্চিত করা। কিন্তু অনেকেই এ নিয়ম মানছে না। এ জন্য আজ রোববার সকালে মগবাজার -ওয়ারলেস গেড়ইট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এএসপি সুজয় সরকার আরও বলেন, নিয়ম না মানার কারণে এসময় ২২ জনকে ১৩ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।