ডেইলি গাজীপুর প্রতিবেদক: ২৬ শে মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক মহলে ‘সুস্থ জীবন’ ও ‘এসডিআই’র অনুরোধে ধানমন্ডি লেকপাড়ে প্রাতভ্রমণকারীদের সংগঠণ ‘সুস্থ জীবন’ ও বেসরকারী সামাজিক উন্নয়ন সংস্থা ‘এসডিআই’ যৌথভাবে রাজধানীর ধানমন্ডি এলাকায় মহান স্বাধীনতা দিবস পালন করে। সংগঠণ দু‘টির যৌথ উদ্যোগে গতকাল মঙ্গলবার ভোরে রাজধানীর ধানমন্ডি লেক পাড়ের সুস্থজীবন কর্ণার থেকে বিশাল এক র্যালী বের করা হয়। র্যালীটি ধানমন্ডি ২নম্বর রোডে গিয়ে শেষ হয়। র্যালী শেষে ধানমন্ডির একটি হোটেলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সুস্থজীবনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং এসডিআইয়ের সিইও সামছুল হক তার বক্তব্যের মাধ্যমে সংস্থা দু’টির পক্ষ থেকে ২৬ শে মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দানের জন্য আন্তর্জাতিক মহলকে অনুরোধ জানান। আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মজুমদার গ্রæপের এমডি চিত্ত মজুমদার, যুগ্ম সচিব অসীম কুমার বালা, যুগ্ম সচিব শ্যামল সিংহ, সংগঠনের সহ সভাপতি খোকন চন্দ্র আইন, যুগ্ম সাধরণ সম্পাদক নিখিল রঞ্জন দাশ, গুণীজন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাংবাদিক মিজানুর রহমান প্রমূখ।