Daily Gazipur Online

রাজধানীতে স্বাস্থ্যবিধি না মানায় ২২ ব্যক্তিকে জরিমানা

এস,এম,মনির হোসেন জীবন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার নির্দেশিত রাজধানীতে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করার অভিযোগে ৬টি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানসহ ২২ ব্যক্তিকে মোট ৪৭ হাজার ৩৫০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত ।
আজ সোমবার রাজধানীর রমনা, মতিঝিল, ওয়ারী ও গুলশান পৃথক চারটি এলাকায় অভিযান চালানো হয়েছে।
ডিএমপির এক সংবাদ বিঞ্জপ্তিতে আজ এতথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, এ সময় রমনা বিভাগে ৪টি দোকান ও ১২ জন ব্যক্তিকে ৪ হাজার টাকা এবং মতিঝিল বিভাগে ৭ জন ব্যক্তিকে ৮৫০ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও ওয়ারী বিভাগে ২টি দোকান ও ৩ জন ব্যক্তিকে ৪০ হাজার ৫০০ টাকা এবং গুলশান বিভাগে ৪ জন ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সংবাদ বিঞ্জপ্তিতে আরও বলা হয়, এছাড়া ৬টি দোকান, ২২ জন ব্যক্তিকে মোট ৪৭ হাজার ৩৫০ টাকা জরিমানা করে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।
করোনা ভাইরাসের সংক্রমণরোধে বেশকিছু শর্তে যানবাহন ও দোকানপাট খোলার অনুমতি দিয়েছে সরকার। সরকারের নির্দেশনাসমূহ বাস্তবায়নে মাঠপ্রশাসনের সাথে কাজ করছে আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।