রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

0
268
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর তেজগাঁও থানার তেজকুনিপাড়া এলাকায় অটোরিকশার ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। নিহতের নাম মোছাম্মদ সালেহা বেগম ওরফে মালেহা (৬০)। তেজগাঁও থানা পুলিশ অটোরিকশা চালক সিরাজ মিয়াকে আটক করেছে। অটোরিকশাটি পুলিশ জব্দ করেছে। সালেহা’র গ্রামের বাড়ি জামালপুর মাদারগঞ্জ উপজেলায় বলে জানা গেছে।
আজ সোমবার (১৮নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তেজগাঁও থানার তেজকুনিপাড়া ফ্লাইওভারের নিচে এদুর্ঘটনাটি ঘটে।
ডিএমপি’র তেজগাঁও থানার ওসি (তদন্ত) হাসনাত খন্দকার আজ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সালেহা বেগম ওরফে মালেহা (৬০) তেজগাঁও থানার তেজকুনিপাড়া ফ্লাইওভারের নিচ দিয়ে রাস্তাপারাপার হচিছল। এসময় দ্রæতগতিতে আসা একটি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলে মারা যান তিনি। পরে খবর পেয়ে তেজগাঁও থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ঢাকা সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। সংশ্লিস্ট থানা পুলিশ অটোরিকশাটি জব্দ করেছে। চালক সিরাজকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
তেজগাঁও থানা পুলিশ আজ রাতে জানান, নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সংশ্লিস্ট থানায় একটি মামলা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here