Daily Gazipur Online

রাজধানীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে ৫০ কেজি নিষিদ্ব গাঁজাসহ মোঃ খোকন (৫২) এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তর বিভাগের অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিম। উদ্বারকৃত গাঁজার বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোঃ মাসুদুর রহমান পিপিএম আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার বিএসটিআই মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গাঁজা সহ গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত মাদক ব্যবসায়ী মো: খোকন ব্রাহ্মনবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় নিয়ে এসে বিক্রয় করত। এ ব্যাপারে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ডিএমপি তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।