
এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর গুলিস্তান ও কোনাপাড়া এলাকায় পৃথক দু’টি স্থানে অভিযান চালিয়ে ৬০ কোটি টাকা মূল্যের কোকেন সহ চোরাকারবারি চক্রের ৬জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
র্যাব-১০ এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) এ্যাডিশনাল ডিআইজি মাহ্ফুজুর রহমান, বিপিএম আজ বুধবার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাজধানীর গুলিস্তান ও কোনাপাড়া এলাকা থেকে দুই কেজি কোকেনসহ ছয়জনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত কোকেনের আনুমানিক বাজার মূল্য প্রায় ৬০ কোটি টাকা।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হচেছ- মোঃ সুলতান হাসান (৫০), পিতা- মৃত ইয়াছিন আলী, সাং- ঘোগরাকান্দি, থানা- শেরপুর সদর, জেলা- শেরপুর, মোঃ হান্নান (৩৫), মোঃ উজ্জল (২৮), উভয় পিতা- সোলেমান খাঁন, সাং- নয়ানগর, থানা- দাউদকান্দি, জেলা- কুমিল্লা, উদয় দাস (৫২), পিতা- মৃত মহেন্দ্র প্রসাদ দাস, সাং- কালীর বাজার বটতলা, থানা- শেরপুর সদর, জেলা- শেরপুর, শ্রী পলাশ দে (৫৮), পিতা- মৃত শ্রী মধুসূধন দে, সাং- নাগের গাতী, থানা- দূর্গাপুর, জেলা- নেত্রকোনা, ও মোঃ ফিরোজ আলম খাঁন (৫০), পিতা- মৃত হালিম খাঁন, সাং- দেশান্তর কাঠি, থানা- বেতাগী, জেলা- বরগুনা।
এসময় তাদের নিকট থেকে ৯ টি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ২৬০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১০ এর সিও আরও জানান, আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতে একইসঙ্গে পৃথক দু’টি স্থানে ঝটিকা অভিযান চালিয়ে দুই কেজি কোকেনসহ ছয় জনকে আটক করা হয়েছে।
আজ বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে এবিষয়ে বিস্তারিত জানানো হবে।
এদিকে, র্যাব-১০ এর সংবাদ বিঞ্জপ্তির মাধ্যমে আজ জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে র্যাব-১০ এর একটি দল রাজধানীর যাত্রাবাড়ী থানার কোনাপাড়া মোমেনবাগ এলাকার সালাউদ্দিন স্কুল রোডের একটি বাসায় অভিযান চালিয়ে এক কেজি সহ কোকেন ব্যবসায়ী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করে। পরবর্তীতে গ্রেফতারকৃতদের প্রদত্ত তথ্যে ভিত্তিতে একই দিন রাত ৮টার দিকে র্যাব-১০ এর অপর একটি দল পল্টন থানার ৩৫-৩৬, বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় অবস্থিত হোটেল মেঘনায় অভিযান চালিয়ে আরও ১ কেজি কোকেনসহ আরও ৩ জনকে হাতেনাতে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে ঢাকা ও এর আশপাশের এলাকায় মাদক ব্যবসাসহ আন্তর্জাতিক কোকেন পাচারকারী চক্রের সাথে জড়িত বলে ধারণা করা যায়।
এবিষয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।






