Daily Gazipur Online

রাজধানীতে ৮৫ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ ৫জন গ্রেফতার

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর রামপুরা থানা এলাকায় গোপনে অভিযান চালিয়ে প্রায় ৮৫ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ আন্তর্জাতিক সাপের বিষ চোরাচালান চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।
তবে, তাৎক্ষনিক ভাবে আটককৃত ব্যক্তিদের নাম ও বিস্তারিত পরিচয় জানা যায়নি।
আজ শুক্রবার দুপুরে রাজধানীর রামপুরা থানার চৌধুরীপাড়ার লোহার গেট এলাকায় অভিযান চালিয়ে সাপের বিষসহ তাদেরকে আটক করে র‌্যাব।
র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) ইমরান খান আজ বিকেলে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আজ বিকেল পৌনে ৪টায় রাজধানীর রামপুরা খিলগাও ব্লক- বি, নতুন বাগ, ১ নম্বর লোহার গেট রামপুরা খিলগাও ভূতের গলির পাশে এক প্রেসব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।
ওই প্রেসব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ যে, গত ২৪ ডিসেম্বর গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর দক্ষিণখান থানার মুন্সি সরণি সড়কে অভিযান চালিয়ে প্রায় ৭৫ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ আন্তর্জাতিক সাপের বিষ চোরাচালান চক্রের ছয় সদস্যকে আটক করেছিল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।
পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ জানিয়েছিল, বাংলাদেশ সাপের বিষ পাচারের আন্তর্জাতিক রুট হিসেবে ব্যবহার হচ্ছে। আটকরা একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক সাপের বিষ চোরাচালান চক্রের সক্রিয় সদস্য।