Daily Gazipur Online

রাজধানীর আসাদগেটে প্রজাপতি পরিবহনের বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর আসাদগেট এলাকায় কেয়ার হাসপাতালের সামনে রাস্তা পারাপারের সময় প্রজাপতি পরিবহনের বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম মো: আশরাফ উদ্দিন দেওয়ান (৬৫)। দুর্ঘটনার পর শেরে বাংলা নগর থানা পুলিশ ঘাতক বাসটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে।
আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর আসাদগেট কেয়ার হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ডিএমপি শেরে বাংলা নগর থানার উপ পরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস আজ বৃহস্পতিবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের মেয়ে তানিয়া আক্তারের বরাত দিয়ে পুলিশ জানান, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে অফিসে যাওয়ার জন্য তিনি বাসা থেকে বের হন। পরে রাজধানীর আসাদগেট এলাকায় কেয়ার হাসপাতালের সামনে রাস্তা পারাপারের সময় চলন্ত বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্বার করে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আজ বেলা ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আশরাফ উদ্দিনের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার খালপাড় গ্রামে। রাজধানীর কল্যাণপুরে একটি বাসায় থেকে সূচনা ডেভেলপার কোম্পানিতে চাকরি করতেন।
শেরে বাংলা নগর থানার উপ পরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস জানান, রাস্তা পারাপার হওয়ার সময় আসাদগেট কেয়ার হাসপাতালের সামনে প্রজাপতি পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হলে ঢামেক হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে, প্রজাপতি বাসচালক কৌশলে পালিয়ে গেছে। খবর পেয়ে ডিএমপি শেরে বাংলানগর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্বার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এঘটনায় সংশ্লিস্ট থানায় রোড এক্রিডেন্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।