রাজধানীর উত্তরায় আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের ২ সদস্য গ্রেফতার

0
184
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মালেকাবানু স্কুল রোড মোড়ে র‌্যাব-১ উত্তরার সদস্যরা অভিযান চালিয়ে আন্তঃ জেলা মাদক ব্যবসায়ী চক্রের দুই সদস্যকে ৮৭১ বোতল ফেন্সিডিল সহ ট্রাকটি আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন- মোঃ জাহাঙ্গীর (৫০), পিতা- মোঃ হযরত আলী ফকির, সাং- কেওয়ার নূরাইতলী, পোষ্ট- চৌধুরী বাজার, থানা- মুন্সিগঞ্জ, জেলা- মুন্সিগঞ্জ ও তার সহকারী মোঃ গোলাপ (২৬), পিতা- মোঃ একরামুল হক, সাং- কলিপুর, পোষ্ট- শিবগঞ্জ, থানা- শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ। এসময় তাদের কাছ থেকে ৮৭১ বোতল ফেন্সিডিল, ২ টি মোবাইল ফোন, নগদ ২ গাজার ৫০০ টাকা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।
শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মালেকাবানু স্কুল রোড মোড়ে অভিযান চালিয়ে ৮৭১ বোতল ফেন্সিডিল সহ ট্রাকটি আটক করে।
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১) এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) লেফটেন্ট্যান্ড কর্ণেল মোঃ সারওয়ার-বিন-কাশেম আজ শনিবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান,র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোয়েন্দা সূত্রে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ থেকে মাদকদ্রব্য ফেন্সিডিলের একটি বড় চালান মুন্সিগঞ্জের উদ্দেশ্যে আম পরিবহনের আড়ালে ট্রাকে করে ঢাকায় নিয়ে আসছে। এরই প্রেক্ষিতে মাদক ব্যবসায়ী চক্রটিকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে এবং মাদক দ্রব্যের চালানটির গতিবিধি অনুসরণ করার লক্ষ্যে অবস্থান নেয়। এক পর্যায়ে র‌্যাবের আভিযানিক দলটি শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মালেকাবানু স্কুল রোড মোড়ে মাদকদ্রব্য বহনকারী ট্রাকটি গতিরোধ করে তার ভেতর থেকে ৮৭১ বোতল ফেন্সিডিল উদ্বার করে। এসময় মোঃ জাহাঙ্গীর (৫০) ও তার সহযোগী মোঃ গোলাপ (২৬)কে আটক করা হয়। পরে র‌্যাব সদস্যরা তাদের কাছ থেকে ২ টি মোবাইল ফোন, নগদ ২ গাজার ৫০০ টাকা উদ্ধার করে এবং ট্রাকটি জব্দ করে।
র‌্যাবের এই কর্মকর্তারা আরও জানান, চক্রটি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার জন্য নিত্য নতুন কৌশল অবলম্বন করছে। কখনো যাত্রীবাহী বাসে করে, কখনো পঁচনশীল মৌসুমী শাক-সবজি বহনকারী ট্রাকে করে, কখনো ধান, ভূট্টা, আম বহনকারী গাড়িতে করে, আবার কখনো কখনো ব্যক্তিগত গাড়িতে করে মাদকদ্রব্য নিয়ে আসছে বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সদস্য। মাদকের চালানটি তারা চাঁপাইনবাবগঞ্জ থেকে আমের বক্সের মধ্যে আমের সাথে ফেন্সিডিল ভর্তি করে বিশেষ কৌশলে নিয়ে আসে। মাদকের চালানটি মুন্সিগঞ্জে পৌছে দেয়ার কথা ছিল। তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত।
র‌্যাব-১ এর কর্মকর্তারা জানান,উক্ত সংঘবদ্ধ চক্রটি ইতিপূর্বে একাধিকবার দেশের বিভিন্ন স্থান হতে মাদকের চালান নিয়ে এসে রাজধানীসহ আশপাশের জেলাসমূহে সরবরাহ করেছে বলে স্বীকার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে র‌্যাব।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here