রাজধানীর উত্তরায় হতে অপহৃত ভিকটিম ২৪ ঘন্টার মধ্যে মুমূর্ষ অবস্থায় উদ্ধার

0
147
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : র‌্যাব-১ গাজীপুর ক্যাম্পের অভিযানে রাজধানীর উত্তরা এলাকা হতে অপহৃত ভিকটিম মোঃ শফিকুল ইসলাম(৪০)কে ২৪ ঘন্টার মধ্যে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করেছে ।
মঙ্গলবার ১৮ আগস্ট ২০২০ সকাল সাড়ে ১০টায় র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজধানী উত্তরাস্থ দিয়াবাড়ী এলাকায় কতিপয় অপহরণকারী ভিকটিমসহ মুক্তিপণের টাকা নেয়ার জন্য অবস্থান করতেছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি রাজধানীর উত্তরাস্থ দিয়াবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করলে অপহরণকারীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপহৃত ভিকটিম মোঃ শফিকুল ইসলাম(৪০), পিতা-আব্দুল মান্নান হাওলাদার, সাং-কুনিয়া বড়বাড়ী, থানা-গাছা, জিএমপি, গাজীপুর’কে মুমূর্ষ অবস্থায় ফেলে রেখে দ্রæত পালিয়ে যায়। পরবর্তীতে র‌্যাব ভিকটিমকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করে।
ঘটনার বিবরণে জানা যায় যে, অপহৃত ভিকটিম পেশায় একজন জুয়েলারী ব্যবসায়ী। সে গত ১৬/০৮/২০২০ ইং তারিখ অনুমান ১৩.০০ ঘটিকার সময় গাজীপুর মহানগরীর গাছা কুনিয়া বড়বাড়ী হতে তার উত্তরাস্থ দোকানে যাওয়া মাত্র অজ্ঞাতনামা অপহরণকারীরা ভিকটিমকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে চোখ বেঁধে অপহরণ করে অজ্ঞাতনামা স্থানে নিয়ে তার হাত-পা বেধে রেখে প্রচন্ড ভাবে মারধর করে এবং তার সাথে থাকা মোবাইল ফোনসহ নগদ টাকা-পয়সা ছিনিয়ে নেয় এবং জোরপূর্বক অশ্লীল ভিডিও তৈরী করে তার পরিবারের কাছ থেকে টাকা আদায় করে।
পরবর্তীতে গত ১৬ আগস্ট ২০২০ তারিখ অনুমান ১৬.৩০ ঘটিকার দিকে অপহরনকারীরা ভিকটিমের মোবাইল ফোনের মাধ্যমে তার পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে ৩০ লক্ষ টাকা দাবি করে অন্যাথায় তাকে খুন করে লাশ গুম করার হুমকি দেয় এবং তাকে শারীরিক নির্যাতন করে।
বিষয়টি গত ১৭ আগস্ট ২০২০ তারিখ অনুমান ১২.১৫ ঘটিকার সময় ভিকটিমের পরিবার র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর এসে অপহৃত ভিকটিমকে ফিরে পাওয়ার জন্য আইনগত সাহায্য কামনা করে। অপহরণের ঘটনাটি অবহিত হওয়া মাত্রই অপহৃত ভিকটিম ও অপহরণকারীদের অবস্থান নিশ্চিত করে র‌্যাব-১, পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গাজীপুর এবং রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে অবশেষে রাজধানীর উত্তরাস্থ দিয়াবাড়ী একটি ফ্ল্যাটের গোপন কক্ষ হইতে মুমূর্ষ অবস্থায় ভিকটিমকে উদ্ধার করা হয়।
এই সংক্রান্তে গাজীপুর মহানগরীর গাছা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে যার নম্বর-১৮ তারিখ ১৮/০৮/২০২০ ধারা-৩৬৪/৩৮৬ পেনাল কোড।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here