রাজধানীর কদমতলী ও চকবাজারে র‌্যাবের অভিযান : ৩৮ জুয়ারী গ্রেফতার

0
110
728×90 Banner

এস, এম ,মনির হোসেন জীবন : ঢাকার কদমতলী ও চকবাজার থানা এলাকায় পৃথক দু’টি অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় মোট ৩৯ জন জুয়ারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০) এর একটি দল।
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০) এর কমান্ডিং অফিসার (সিও) এ্যাডিশনাল ডিআইজি মাহ্ফুজুর রহমান বিপিএম শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পৃথক অভিযানে গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, আব্দুল মোমিন (৫০), মোঃ মজিবুর রহামান শিকদার (৪৮), মোঃ কালু ড্রাইভার (৪০), মোঃ রনি (৩০), মতিউর রহামান (৫৮), মোঃ খলিল (৩৮), মোঃ স্বপন মিয়া (৩৫), হাজী নজরুল ইসলাম (৫০), মোঃ মনিরুল ইসলাম (৪২), মোঃ নয়ন (২৯) মোঃ সুমন (৪৮), মোঃ বুলু (৬৩), মোঃ সুমন (২৮), মোঃ তৌয়ব খান (৩২), মোঃ ছিদ্দিক (৪৫), মোঃ বিল্লাল মিয়া (৩৫), মোঃ সোলায়মান (৩১), মোঃ আদু (৩০) ও মোঃ মামুন (৪২)।
মোঃ আলমগীর (৩১), আব্দুর রহিম (৪৫), মোঃ সিদ্দিকুর রহমান (৩২), মোহাম্মদ হাসান (৩৫), মোঃ রুবেল (৩৫), মোহাম্মদ এনামুল (২৪), মোঃ আব্দুস সালাম (৪২), মোহাম্মদ জাকির (৩২), মোঃ মিজানুর রহমান (৪৪), মোঃ কবির (২৩), মোঃ ভুট্টো (৩৩), মোঃ শুকুর মিয়া (৫২), মোঃ রফিকুল ইসলাম (৪৭), মোঃ ইমরান (২৮), মোঃ মিরাজ (৩০), মোহাম্মদ আজিজুল (৩১), মোঃ হৃদয় (২৪), মোঃ ইব্রাহিম (৩২) ও মোঃ আব্দুল করিম (৪৮) বলে জানা যায়।
র‌্যাব-১০ জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর কদমতলী থানার মুন্সিখোলা সাকিনস্থ চেয়ারম্যান লুৎফর রহমান রোড থেকে ১৯ জন এবং চকবাজার মডেল থানার ১৭/১, রহমতগঞ্জ এলাকায় অপর একটি অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় আরও ১৯ জনসহ মোট ৩৮ জুয়ারীকে গ্রেফতার করে।
এসময় তাদের নিকট থেকে ১৮ টি মোবাইল ফোন, ২৩ প্যাকেট জুয়া খেলার কার্ড,২ টি টাকা জমা রাখার বক্স ও নগদ ১ লাখ ৩৩ হাজার ৮শ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার জুয়ারী। তারা দীর্ঘদিন যাবৎ একে অন্যের সাথে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বত্র হারাচ্ছে।
এবিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা রুজু করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here