Daily Gazipur Online

রাজধানীর কল্যানপুর থেকে জঙ্গি সদস্য গ্রেফতার

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর হবিগঞ্জ জেলার আমিরের ঘনিষ্ঠ সহযোগী শামসুল আলম(২৬)’কে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিযন (র‌্যাব-৪) এর একটি দল।
এসময় তার কাছ থেকে‘আনসার আল-ইসলাম’ এর বিভিন্ন ধরনের উগ্রবাদী সম্পর্কিত বই, লিফলেট ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এলিট ফোর্স র‌্যাব-৪ এর একটি দল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় গোপনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান চৌধুরী আজ রোববার গনমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১৫ নভেম্বর ‘আনসার আল-ইসলাম’ এর ৬ সদস্যকে গ্রেফতার করা হয়। ওই সময় গ্রেফতারকৃত সাতক্ষীরা জেলার আমির ইকরামুল ইসলাম ওরফে আমির হামজা এর দেওয়া তথ্যের ভিত্তিতে গোপনে শনিবার মধ্যরাতে কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে‘আনসার আল ইসলাম’ এর হবিগঞ্জ জেলার আমিরের ঘনিষ্ঠ সহযোগী শামসুল আলম(২৬)’কে গ্রেফতার করা হয়।
র‌্যাব-৪ এর এ কর্মকর্তা জানান, ধৃত জঙ্গি সদস্য শামসুল আলম সিলেটের একটি মাদ্রাসা থেকে আলিম পাশ করে বর্তমানে বেকার। বিগত ৫ বছর যাবত সে আনসার আল ইসলামের সাথে জড়িত এবং নিয়মিত ভাবেই হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় তার সহযোগীদের সাথে গোপন বৈঠক, নিয়মিত চাঁদা ও নতুন সদস্য সংগ্রহ করে আসছিল বলে জানা যায়। সম্প্রতি সে ঢাকায় সহযোগীদের সাথে দেখা করতে আসছিল বলে জানান। তার কাছ থেকে আনসার আল ইসলামের বর্তমান কার্যক্রম সম্পর্কে অনেক গোপনীয় ও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত শামসুল আলম (২৬) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘আনসার আল-ইসলাম’ এর সক্রিয় সদস্য বলে স্বীকারোক্তি দেয়। তার কাছ থেকে‘আনসার আল-ইসলাম’ এর বিভিন্ন ধরনের উগ্রবাদী সম্পর্কিত বই, লিফলেট ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে এবং তার অন্যান্য সহযোগীদের গ্রেফতার করার জন্য র‌্যাব-৪ এর গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।