এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর ভাটারা থানার কুড়িল বিশ্বরোড ফ্লাইওভার ও তেজগাঁও থানার নাখালপাড়া বাবুলবাগ রেললাইনের পাশ থেকে অঞ্জাতনামা ব্যক্তি (৪০)ও এক নবজাতক শিশু সহ দুইজনের মরদেহ উদ্বার করেছে সংশ্লিস্ট থানা পুলিশ।
এঘটনার পর পুলিশ দুইটি মরদেহ উদ্বার করে ময়নাতদন্তের জন্য মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে, এখনও পর্যন্ত এদের নাম ও বিস্তারিত পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে ভাটারা থানার কুড়িল ফ্লাইওভারের ওপর থেকে ওই অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।
ডিএমপি ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিল্লাল হোসেন বলেন, মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে কুড়িল বিশ্বরোড ফ্লাইওভারের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরনে জিন্সের প্যান্ট ও নীল রঙের শার্ট ছিল। এছাড়াও তার গলায় গামছা পেঁচানো ছিল।
প্রাথমিক ভাবে পুলিশের ধারণা করছে ওই অঞ্জাতনামা ব্যক্তিকে দুর্বৃত্তরা মহানগরীর অন্য কোথাও বা গাড়িতে শ্বাসরোধে হত্যা করার পর তার মরদেহটি নির্জনস্থান মনে করে কুড়িল ফ্লাইওভারে ফেলে গেছে অপরাধীরা। পরে রাতেই মরদেহ থানায় নিয়ে আসা হয়। পিবিআই ও সিআইডির ক্রাইম সিন বিভিন্ন আলামত সংগ্রহ করে।
এসআই আরও বলেন, খবর পেয়ে ভাটারা থানা পুলিশ রাতে নিহতের মরদেহটি উদ্বার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এখনও পর্যন্ত নিহতের পরিচয় জানা যায়নি। তার পরিচয় পাওয়ার চেষ্টা চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
এদিকে, মঙ্গলবার সকাল ৯টার দিকে রাজধানীর তেজগাঁও নাখালপাড়া বাবুলবাগ রেললাইনের পাশে ময়লার স্তুপ থেকে নবজাতক এক মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করেছে তেজগাঁও থানা পুলিশ।
ডিএমপি তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল মান্নান মঙ্গলবার রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওঁড়না দিয়ে পেঁচানো অবস্থায় মৃত নবজাতককে উদ্ধার করা হয়। কে বা কারা ওই নবজাতককে ডাস্টবিনে ফেলে গিয়েছে তার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। খবর পেয়ে পুলিশ নবজাতক শিশুর মরদেহ উদ্বার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।