রাজধানীর খিলক্ষেতের লেকসিটির বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

0
115
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর খিলক্ষেত থানার লেক সিটির ১৫ তলা বহুতল ভবনের ৫ম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে,বড় ধরনের অগ্নিদুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে লেকসিটির বাসিন্দারগন। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
আজ রোববার দুপুর ১২ টা ২৯ মিনিটের সময় রাজধানীর খিলক্ষেত থানার করবী ভবন, লেক সিটিতে এ আগুন লাগার ঘটনা ঘটে।
রাজধানীর কুর্মিটোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ সফিকুল ইসলাম আজ রোববার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজধানীর খিলক্ষেত লেক সিটি ১৫ তলা ভবনের ৫ম তলায় রোববার দুপুর ১২টা ২৯ মিনিটের সময় আগুন লাগে। পরে অগ্নিকান্ডের সংবাদ পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের দুইটি ইউনিট আগুন নির্বাপণে কাজ করে। ওই আগুনে গিজার ও আসবাবপত্র ক্ষতি গ্রস্থ্ হয়।
বৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তবে, আগুনে কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের দ্র্রুত তৎপরতার কারণে আশেপাশের অনেক ফ্লাট আগুন থেকে রক্ষা পেয়েছে। ভবনটির একটি ফ্ল্যাটের বাসিন্দা আব্দুস সাত্তার, মনির হোসেন ও শহিদুল ইসলাম জানান, আগুন লাগার কথা শুনে দ্রুত যে অবস্থাতে ছিলেন ওই অবস্থাতেই পরিবাবের সদস্যদের নিয়ে সিঁড়ি দিয়ে দ্রুততম সময়ের মধ্যে নিরাপদে তারা নিচে নেমে আসেন। যে যার মতো করে ভবনে বসবাসরত শিশু নারী পুরুষ নিচে নেমে আসে। তাৎক্ষণিক বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়ে কনকর্ডের কর্মীরা ছুটে এসে আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের কোন ক্ষয়-ক্ষতি হয়নি।
এদিকে, আগুন লাগার খবর ছড়িয়ে পড়ায় ভবনটির বাসিন্দারা আতঙ্কিত হয়ে দুই পাশের সিঁড়ি বেয়ে নামতে থাকেন। এ ঘটনায় অনেক পরিবারের নারী ও শিশুরা ভয়ে পেয়ে ঘাবড়ে গেছেন। লেকসিটির একটি ভবনে আগুন লাগার খবরে পুরো ক্যাম্পাসের সবগুলো ভবনে আতঙ্কের সৃষ্টি হয়। ছোট ছোট শিশুসহ নারী পুরুষ বৃদ্ধ-বৃদ্ধারা আতঙ্কিত হয়ে নিচে নেমে আসেন।
তবে, ওই ভবনের একাধিক লোকজন জানান, লেক সিটির করবী ভবনটির ১১ এসবি/২ থেকে ৫ এসবি/২ পর্যন্ত প্রচুর ধোঁয়া বের হতে তারা দেখেছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন সাংবাদিকদেরকে জানান, ওই ভবনে আগুন লাগার পর বাথরুমের পাইপ ও সংলগ্ন ফাঁকা করিডোর গুলো দিয়ে ধোঁয়া নিচে নামতে থাকে। ভবনটির প্রতিটি ফ্লোরে প্রাথমিক আগুন নির্বাপনী যন্ত্র থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here