Daily Gazipur Online

রাজধানীর খিলক্ষেতে ৯ লাখ টাকার সোনার বারসহ যাত্রী গ্রেফতার

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর খিলক্ষেতে ১০ তোলা ওজনের দুই পিস স্বর্ণের বারসহ এক যাত্রীকে গ্রেফতার করেছে ডিএমপি’র খিলক্ষেত থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম– মোঃ কায়েস আহম্মেদ (২৮)। জব্দকৃত সোসার মূল্য প্রায় ৯ লাখ টাকা।
ডিএমপি’র খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাফিজুর রহমান আজ শনিবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি আজ জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খিলক্ষেত থানার বিশ্বরোড সংলগ্ন পূর্বাচলগামী ৩০০ ফিট রাস্তার মস্তুল পুলিশ চেকপোস্টে ডিউটি করাকালীন একটি প্রাইভেট কার তল্লাশী করার জন্য সংকেত দেয় পুলিশ। গাড়িটি থামার পর ওই গাড়িতে থাকা যাত্রীদের দেহ তল্লাশী করা হয়। তল্লাশীর এক পর্যায়ে যাত্রী মোঃ কায়েস আহম্মেদ এর পকেট থেকে দুই পিস সোনার বার উদ্ধার করা হয়। প্রতিটি সোনার বারের ওজন ১০ তোলা করে মোট ২০ তোলা। যার বাজার মূল্য প্রায় ৯ লাখ টাকা। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে খিলক্ষেত থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ধৃত আসামী মোঃ কায়েস আহম্মেদ (২৮) জিঞ্জাসাবাদের জন্য আজ শনিবার ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে আদালতে পাঠানো হয়েছে।