Daily Gazipur Online

রাজধানীর প্রবেশমুখে চেকপোস্ট বসিয়ে পুলিশের ব্যাপক তল্লাশি

ডেইলি গাজীপুর প্রতিবেদক : বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে শনিবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পুলিশ ও সরকারি দল ছিলো সতর্ক অবস্থানে। রাজধানীর প্রবেশমুখ উত্তরা আব্দুল্লাপুরে পুলিশ যান বাহনে ব্যাপক চল্লাশি চালায়। একমাত্র নৌকা ও আওয়ামী লীগের স্টিকারযুক্ত গাড়ি ছাড়া কোন পরিবহনই বিনা বাধায় পুলিশের চেকপোস্ট অতিক্রম করতে পারেনি। লাঠিতে জাতীয় পতাকা ও দলীয় শ্লোগান সম্বলিত ফ্যাস্টুন এমনকি বাঁশের লাঠি বহন করে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বিনা বাধায় পুলিশের চেক পোস্ট অতিক্রম করতে দেখা গেছে। অপরদিকে পরিবহন যাত্রীসহ সাধারণ পথচারিরাও পুলিশের চোখ ফাঁকি দিয়ে রাজধানীতে প্রবেশ করতে পারেনি। ঢাকার প্রাণকেন্দ্রে একই সময় সরকারি ও বিরোধী দলের সমাবেশকে কেন্দ্র করে রাজধানী লাগোয়া টঙ্গী-গাজীপুরেও জনমনে আতঙ্ক বিরাজ করছিলো। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ প্রধান প্রধান আঞ্চলিক সড়কগুলোও ছিলো একেবারে ফাঁকা। সমাবেশের আগের দিন শুক্রবার থেকেই দূর পাল্লার কোন বাস ঢাকায় প্রবেশ করেনি। সমাবেশের দিন শনিবার ভোর থেকেই ঢাকা-গাজীপুর রুটে লোকাল বাস চলাচল বন্ধ ছিলো। তবে ট্রেন চলাচল স্বাভাবিক ছিলো। এছাড়াও যে যেভাবে পেরেছেন সেভাবেই ঢাকায় সমাবেশে যোগ দিয়েছেন। ঢাকায় বিরোধী দলের মহাসমাবেশকে কেন্দ্র করে গাজীপুর জেলা ও মহানগর পুলিশ গত বৃহস্পতি ও শুক্রবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও জামাতের শতাধিক নেতাকর্মীকে আটক করেছে। তাদের বিভিন্ন মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।