
এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর বনানী থানার ২৩ নম্বর রোডে অবস্থিত একটি স্টেশনারি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রæত ঘটনাস্থলে পৌছে প্রায় আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রোববার দিবাগত রাত ১২টা ২ মিনিটে রাজধানীর বনানীর ২৩ নম্বর রোডের ন্যাম ভবনের পাশে আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহফুজ রিবেন আজ সোমবার আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোববার দিবাগত রাত ১২টা ২ মিনিটে অগ্নিকান্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রæত ঘটনাস্থলে পৌছায়। প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে তারা রাত ১২টা ৩২ মিনিটে আগুন পুরোপুরি ভাবে নির্বাফন করে।
ডিএমপি’র বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফরমান আলী আজ সোমবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, অগ্নিকান্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে, অগ্নিকান্ডের ফলে ওই স্টেশনারীর কিছু মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিস কর্মীরা ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে।
