
এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর মোহাম্মদপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী ও গ্রুপ সেভেন স্টার বাহিনীর প্রধান তানভীর আহম্মেদ অনিক (৩৬) এলিট ফোর্স র্যাব-২ এর সাথে কথিত বন্দুকযুদ্বে নিহত হয়েছে। এঘটনায় র্যাব-২ এর দুইজন সক্রিয় সদস্য আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে চিকিৎসা করা হয়েছে। পরে র্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে একটি বিদেশী রিভলবার,দেশীয় পিস্তল,গুলি ও দেশীয় অস্ত্র উদ্বার করেছে।
বৃহস্পতিবার (২০ জুন) ভোর পৌনে ৪টার দিকে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বছিলা সিটির শেষ মাথায় নদীর পাড়ে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর আইনও গনমাধ্যম (মিডিয়া) শাখার সিনিয়র এএসপি মো: মিজানুর রহমান ভুঁইয়া আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি আজ জানান, বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বছিলা সিটির শেষ মাথায় নদীর পাড়ে র্যাব-২ এর সদস্যরা খবর পেয়ে সেখানে অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে স্থানীয় একদল সন্ত্রাসী র্যার সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। তখন আতœরক্ষার্থে র্যাব সদস্যরা পাল্টা গুলি চালালে উভয় পক্ষের গুলিবিনিময়কালে তানভীর আহম্মেদ অনিক (৩৬) নামে এক সন্ত্রাসী নিহত হয়। র্যাবের দাবী নিহত তানভীর আহম্মেদ অনিক স্থানীয় সেভেন স্টার নামক শীর্ষ সন্ত্রাসী বাহিনীর প্রধাান। এ ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হন। তাদেরকে হাসপাতালে চিকিৎসা করা হয়েছে।
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে র্যাব-২ এর সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনায় অনিকের মৃত্যু হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ছয়টি গুলির চিহ্ন পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
র্যাব-২ এর এক কর্মকর্তা জানান, এছাড়া ঘটনাস্থল থেকে দু’টি পিস্তল, গুলি, ছুরি, চাপাতি উদ্ধার করা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা। এঘটনায় র্যাবের পক্ষ থেকে মোহাম্মদপুর থানায় একাধিক মামলা দায়েরের প্রস্তুাত চলছে।
