গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের সহযোগী গ্রেপ্তার

0
77
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলমের ক্যাশিয়ার ও সহযোগী আজিম সিকদারকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আজিম সরদার ওরফে আজিম সিকদার (৩৩) গাজীপুরের মির্জাপুর বাজার এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ক্যাশিয়ার হিসাবে কাজ করতেন আজিম সিকদার। গত ৫ আগস্টের পর তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার (১৩ মে) ভোরে জয়দেবপুর থানাধীন মির্জাপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
পুলিশের ধারণা সাম্প্রতিক জাহাঙ্গীর আলমের বিভিন্ন উসকানিমূলক বক্তব্য শুনে তিনি নাশকতার উদ্দেশ্যে এলাকায় আসে। তিনি মির্জাপুর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির সদস্য।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি নিষিদ্ধ ঘোষিত স্বেচ্ছাসেবক লীগ নেতা। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার দুটি মামলা রয়েছে। তিনি স্থানীয় পোশাক কারখানায় শ্রমিক আন্দোলনে উসকানি ও অর্থ যোগানদাতা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here