রাজধানী হতে জেএমবির নেতা এমদাদুল গ্রেফতার অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

0
127
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গত( ৮ সেপ্টেম্বর) রোজ মঙ্গলবার র্র্যাব-২ ত্রর অভিযানে রাজধানীর বসিলা হইতে জেএমবি’র বিভক্ত একটি গ্রুপের কর্ণধার মোঃ এমদাদুল হক উজ্জল মাষ্টার (৫৫)কে গ্রেফতার করা হয়।
উদ্ধার করা হয় ০১টি বিদেশী পিস্তল, ০৫ রাউন্ড গোলাবারুদ, নগদ তিন লক্ষাধিক টাকা, রাসায়নিক দ্রব্য, অভিনব পদ্ধতিতে তৈরীকৃত দেশীয় বুলেটপ্রুফ জ্যাকেট, উগ্রবাদী বই ও লিফলেট ইত্যাদি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মোঃ এমদাদুল হক উজ্জল মাষ্টার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র সাথে তার সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য প্রদান করে।
জিজ্ঞাসাবাদে , গ্রেফতারকৃত জঙ্গি নেতা মোঃ এমদাদুল হক, জানান ১৯৯৩ সালে ময়মনসিংহের একটি কলেজ থেকে বিএ পাশ করে। ১৯৯৫ সালে স্থানীয় একটি প্রাইমারি স্কুলে শিক্ষকতা শুরু করে। জঙ্গি সংশ্লিষ্টতার কারণে অপরাধী সাব্যস্ত হওয়ায় সে চাকুরীচ্যুত হয়।
২০০২ সালে মুক্তাগাছায় সফররত এক জঙ্গি নেতার বয়ান শুনে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়। পরবর্তীতে সে শায়েখ আব্দুর রহমান এর নিকট হতে বায়াত প্রাপ্ত হয়। অতঃপর সে সহ বেশ কয়েকজন জামালপুরে একটি আস্তানায় প্রশিক্ষণ গ্রহণ করে।
জঙ্গি তৎপরতায় সে অতি দ্রুত ময়মনসিংহের একজন আঞ্চলিক নেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। সে শীর্ষ জঙ্গি নেতা শায়খ আব্দুর রহমান, বাংলা ভাই ও সালাহউদ্দিন সালেহীন এর অত্যন্ত ঘনিষ্ঠ সহচর ছিল।
গ্রেফতারকৃত এমদাদুল হক জেএমবি শীর্ষ নেতাদের ময়মনসিংহে অবস্থানের সফরকালীন সময়ে বিশেষ দায়িত্বে নিয়োজিত থাকত। উপরোক্ত নেতাদের গোপন আস্তানায় অবস্থান, মিটিং ও বয়ান আয়োজনে ভূমিকা রাখত।
সে জানায়, সম্প্রতি ময়মনসিংহের অভিযানে গ্রেফতারকৃত জেএমবি সদস্য জুলহাসসহ ১০ জন জেএমবি সদস্য ২০০৩ সালে তার নিকট বায়াত নেয়। উক্ত বায়াতে অংশগ্রহণকৃত ১০ জেএমবি সদস্যরা বিভিন্ন সময়ে আইন-শৃঙ্খলা বাহিনী দ্বারা গ্রেফতারও হয়েছে।
কেউ কেউ এখনও আত্মগোপনে রয়েছে। তাদের গ্রেফতারে র্র্যাব অভিযান অব্যাহত রেখেছে। গ্রেফতারকৃত জঙ্গি ২০০২ পরবর্তী সময়ে ময়মনসিংহ এলাকায় জঙ্গি জন্য অর্থ সংগ্রহ করত। সে ধর্মীয় আবেগ অনুভ‚তিকে অপব্যবহারের মাধ্যমে অর্থ সংগ্রহ করে জঙ্গি কার্যক্রমে ব্যয় করত।
গ্রেফতারকৃত জঙ্গি এমদাদুল হক আরও জানায় যে, ২০০৩ সালে মুক্তাগাছা এলাকায় একটি ব্রাক অফিস ডাকাতির সঙ্গে তার সংশ্লিষ্টতা রয়েছে। এছাড়া গ্রেফতারকৃতের নাশকতা ও জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে ঢাকা ও ময়মনসিংহের বিভিন্ন থানায় ২০০৭ ও ২০১২, ২০১৫ এবং ২০২০ সালে মামলা রয়েছে বলে তথ্য পাওয়া যায়। সে মুক্তাগাছায় ২০০৭ সালের স্থানীয় জঙ্গি নেতাদের সাথে নাশকতার গোপন বৈঠক চলাকালীন সময় আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানের সম্মুখীন হয়।
সে সময় সে পালিয়ে যেতে সক্ষম হয়। এছাড়া ২০০৭ সালে তার নিকটাত্মীয় রফিক মাস্টার হত্যাকান্ডে সে জড়িত ছিল। সে জানায় রফিক আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে তাদের বেশ কয়েকজন জঙ্গি সদস্যকে ধরিয়ে দেয় মর্মে তারা জানতে পারে। ফলে সাংগঠনিক সিদ্ধান্তে রফিক মাস্টারকে হত্যা করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ৷

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here