Daily Gazipur Online

রাজবাড়ীতে ২১২ ভিক্ষুকের বাড়িতে খাবার পৌঁছে দিলেন ইউএনও

ডেইলি গাজীপুর প্রতিবেদক : রাজবাড়ীর বালিয়াকান্দিতে ২১২ জন ভিক্ষুকের বাড়িতে খাবার পৌঁছে দিলেন ইউএনও একেএম হেদায়েতুল ইসলাম।
বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার সাতটি ইউপিতে তাদের বাড়ি গিয়ে চাল, ডাল ও আলু পৌঁছে দেয়ার কাজ শুরু করেন তিনি।
ইউএনও হেদায়েতুল বলেন, অনেক ভিক্ষুক এখন বাড়ি থেকে বের হতে পারছে না। ফলে কষ্টে দিন কাটাতে হয় তাদের। তাই কষ্টের কথা ভেবে এমন উদ্যোগ নেয়া হয়েছে।
এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা প্রকৌশলী আলমগীর বাদশা, খাদ্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম মামুনসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা।