Daily Gazipur Online

রাজেন্দ্রপুরে চাাঁদাবাজ মুক্ত সিএনজি স্ট্যান্ডের দাবিতে মানববন্ধন

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্থা সিএনজি স্টেশনে চাঁদাবাজ বন্ধে মানববন্ধন করেছে সিএনজি চালকরা । ১৬ জানুয়ারি ঢাকা-কাপাসিয়া- টোক- কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সকাল সাড়ে দশটা থেকে এগারটা পর্যন্ত চলে এ মানববন্ধেন। এতে সিএনজি চালক শ্রমিকরা অংশ গ্রহন করনে।
ভাওয়ালগড় ইউনিয়ন শ্রমিকলীগ যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম মানববন্ধনে সভাপতিত্ব করেন । সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ভাওয়ালগড় ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক সদস্য হানিফ মাহমুদ। সিএনজি চালকরা অভিযোগ করেন , জয়দেবপুর থানার নয়নপুর গ্রামের মোশারফ হোসেন নিজেকে সাবেক সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে স্টেশনে প্রতিটি সিএনজি ভর্তি ফি বাবদ ১০ হাজার থেকে ২০ হাজার টাকা নিয়ে থাকেন এবং প্রতিদিন প্রত্যেক সিএনজি থেকে ৫০ টাকা চাঁদা উত্তোলন করেন।
আমরা চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদেরকে মারধর ও বিভিন্ন হয়রানিমূলক মামলা হামলার হুমকি দেন। আমরা নিরীহ সিএনজি চালকরা এ চাঁদাবাজি বন্ধ এবং মোশরফ হোসেনসহ তার পেটুয়া বাহিনীর অত্যাচার থেকে মুক্তি চাই ।