Daily Gazipur Online

রাতের আধাঁরে অসহায় মানুষের ঘরে খাদ্য পৌছে দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর চাচা মতি

নাসির উদ্দীন বুলবুল : প্রাণঘাতি করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সরকারের নির্দেশে দেশব্যাপী চলমান অঘোষিত লক ডাউনের কারণে নিজ ঘরে অবস্থানরত কর্মহীন, দরিদ্র মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য রাতের আধাঁরে ছুটে চলছেন গাজীপুর-২ আসনের সাংসদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এর চাচা ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মো. মতিউর রহমান মতি।সেই কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার রাতের আঁধারে নীরবে ও গোপনে গাজীপুর মহানগরের টঙ্গী অংশে গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মো. মতিউর রহমান মতি নিজে বিভিন্ন পেশার নিম্ন আয়ের মানুষের ঘরে ঘরে এ খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন। তিনি রাতে বেলায় গাজীপুর মহানগরীর টঙ্গীর আরিচপুর, মধুমিতা নওগাঁ, তিস্তাগেইট, সাত রং, ব্যাংক মাঠ বস্তি, বনমালা এলাকায় বসবাসরত দিনমজুর, বেদে সম্প্রদায়, জেলে, গৃহকর্মী, টেম্পু চালক, রিক্সা চালক, চা বিক্রেতা এমন তিন হাজার পরিবারের কাছে ঘরে ঘরে খাদ্য সহায়তা তুলে দেন। খাদ্য সহায়তার মধ্যে ছিল, পরিবার প্রতি ৫ কেজি চাল, ৩ কেজি আলু ও ২ কেজি ডাল, তিনটি সাবান, মাস্ক ও হ্যান্ড-গ্লাভস। এসময় তিনি এসব অসহায় মানুষের খোঁজ খবর নেন। করোনা ভাইরাসের হাত থেকে নিজেদের ও অন্য সকলকে বাঁচানোর জন্য সাময়িক অসুবিধা মেনে নিজ নিজ ঘরে থাকার অনুরোধ করেন। অসহায় এসব মানুষ রাতের বেলায় ঘরের সামনে গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মো. মতিউর রহমান মতি কে পেয়ে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মো. মতিউর রহমান মতির জন্য দোয়া করেন।