Daily Gazipur Online

রানীশংকৈল পৌরবাসীকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন মাসুদ

রানীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার সর্বস্তরের জনগন তথা সমগ্র বাংলাদেশ বাসীকে প্রবিত্র ইদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রানীশংকৈল উপজেলা আওয়ামী যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক এস,কে মাসুদ রানা পলক।
এক শুভেচ্ছা বর্তায় তিনি জানান, মুসলমাল জাতির সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে ইদুল ফিতর দীর্ঘ এক মাস রোজা রেখে সিয়াম সাধনার পরে ইদ-উদ-ফিতর আসে। পবিত্র ঈদুল-ফিতরে ধনী গরিব উচু নিচু ভেদাভেদ বাদ দিয়ে সকলকেই এক কাতারে দাড় হওয়ার শিক্ষা দান করে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ ও সারা বিশ্বের মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। ঈদুল ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। সকল সামাজিক ভেদাভেদ ভুলে গিয়ে মুসলমানরা এক কাতারে দাঁড়িয়ে ঈদের আনন্দ নিজেরা ভাগ করে নেয়। তাই ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা। আজকে এই পবিত্র দিনে এ খুসির দিনকে সমান ভাগে ভাগ করে সমাজের অস্বচ্ছল গরিব দুঃখি মানুষের পাশে বিত্তবান ব্যাক্তিরা যেভাবে পারেন ভালবাসা ও সহযোগীতার হাত বাড়িয়ে দিয়ে দেশের জনগনের পাশে দাড়াবেন বলে আশা রাখেন।