Daily Gazipur Online

রায়পুর ১ একর ৬০ শতাংশ জমির বাঙ্গি ফুট গাছ কেটে দিলেন দুস্কৃতিকারীরা

মোঃ শাহজালাল দেওয়ান: রায়পুর লক্ষ্মীপুর ১ নং উত্তর চর আবাবিল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কৃষক আনোয়ার হোসেন (আনু মালের ) ১ একর ৬০ শতাংশ জমির বাঙ্গি ফুট গাছ আঁধারে কেটে দিলেন দুস্কৃতিকারীরা | জমির মালিক কৃষক আনোয়ার হোসেন আনু মাল বলেন রবিবার রাতে কে বা কারা আমার ১ একর ৬০ শতাংশ জমির সম্পূর্ণ গাছ কেটে দেন, সকাল বেলা আমি জমিতে এসে দেখতে পাই গাছ গুলো এলোমেলো হয়ে পড়ে আছে যার প্রতিটি গাছের গোড়া কেটে দেওয়া হয়েছে, গত তিন থেকে চার মাস এর পিছনে অনেক সার ও কীটনাশক এবং শ্রমজীবী মানুষদের দিয়ে এ কাজ করানো হয়েছে, কৃষি ব্যাংক এবং এলাকার মানুষের কাছ থেকে অনেক টাকা ঋণ করে এই ফসলগুলোর পিছনে অর্থ খরচ করেছি ,অনেক আশা ছিল সেই ফসলগুলো তুলে কৃষি ব্যাংকের ঋণ এবং এলাকার মানুষের ঋণ পরিশোধ করে দিব হয়তো আর ১৫ দিন পরে আমি সেই আবার ফসলগুলো বাজারজাত করতে পারতাম, কিন্তু দুস্কৃতিকারী সমাজের নোংরা মন মানসিকতা লোকজন আছে যারা শত্রুতার জের ধরে আমার কষ্টর ফসল গুলো নষ্ট করে দিয়েছে প্রতিটা বাঙ্গি ফুট গাছের গোড়া কেটে দিয়েছে এবং পিয়াজের গাছগুলো তারা তুলে নিয়ে গেছেএতে করে আমি প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকা আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছে ,অমানবিক দৃশ্যটি দেখার জন্য শত শত লোক জমি দেখার জন্য ছুটে আসে এ সময় স্থানীয় কৃষক বাদশা দেওয়ান ও জাকির হোসেন বলেন আনোয়ার হোসেন আর রহমান তাঁর পৈতৃক সম্পত্তিতে দীর্ঘদিন যাবৎ চাষাবাদ করে আসছিল কে বা কারা রাতের আধারে এ অমানবিক কাজটি করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এ ব্যাপারে আনোয়ার সূরা নমল রায়পুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।