Daily Gazipur Online

রাসেলকে মন্ত্রী করার দাবি গাজীপুরবাসীর

ডেইলি গাজীপুর প্রতিবেদক: ‘পর পর চারবার রাসেলকে এমপি বানিয়ে সংসদে পাঠিয়েছি। প্রতিবারই দু-হাত ভরে দিয়েছি। এবার আমরা রাসেলকে মন্ত্রিসভায় চাই।’ গাজীপুর-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য জাহিদ আহসান রাসেলকে মন্ত্রী করার দাবির যুক্তি তুলে ধরে বলছিলেন গাজীপুর বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. ওয়াজউদ্দিন মিয়া। গাজীপুরের সাবেক সংসদ সদস্য শহীদ আহসানউল্লাহ মাস্টারের ছেলে রাসেল। গত চারটি নির্বাচনেই তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। এবার জিতেছেন তিন লাখ ১১ হাজার ১০০ ভোটের ব্যবধানে।
ওয়াজউদ্দিন মিয়া বলেন, ‘বাবার মতোই তিনি (রাসেল) সৎ, নিষ্ঠাবান ও কর্মঠ। তাঁকে মন্ত্রী করা হলে গাজীপুরের মানুষ আরো ব্যাপক উন্নয়ন পাবে।’ ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক অসীম বিভাকর বলেন, রাসেল অত্যন্ত সজ্জন একজন মানুষ। গত তিন মেয়াদে সংসদ সদস্য থাকাকালে তাঁর বিরুদ্ধে ন্যূনতম কোনো অভিযোগ ওঠেনি। বরং সততা ও কর্মীবান্ধব হওয়ায় তাঁর জনপ্রিয়তা দিন দিন বেড়েছে। তাঁকে মন্ত্রী করা হলে গাজীপুরের মানুষকে মর্যাদা দেওয়া হবে। গাজীপুর মহানগর ৪৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ডেইলি গাজীপুর অন লাইন ডট কমের সম্পাদক নাসির উদ্দীন বুলবুল বলেন, গাজীপুর শহর ও টঙ্গী নিয়ে গঠিত গাজীপুর-২ আসনটি ২৭ বছর ধরে আওয়ামী লীগের দখলে থাকলেও মর্যাদার এ আসন থেকে কেউ মন্ত্রিসভায় স্থান পায়নি। রাসেল এবার নিয়ে পর পর চারবার বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচতি হয়েছেন। ক্লিন ইমেজের রাসেলকে মন্ত্রিসভায় স্থান দিলে যোগ্যতা দেখানোর সুযোগ পাবেন।